চাঁপাইনবাবগঞ্জে গভীর রাতে পৌঁছেছে নির্বাচনী সরঞ্জাম

প্রকাশিত : ডিসেম্বর ২৬, ২০২৩ , ৬:৪৬ অপরাহ্ণ

আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন:দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে পৌঁছেছে ব্যালট পেপারসহ বিভিন্ন নির্বাচনী সরঞ্জাম। সোমবার (২৫ ডিসেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ) দিনগত রাত ২টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের জেলা ট্রেজারি শাখায় এসব সরঞ্জাম এসে পৌঁছায়। নির্বাচনী ব্যালট পেপার, সিল-প্যাড গ্রহণ করেন জেলা নির্বাচন কর্মকর্তা মো. নজরুল ইসলাম। এসময় জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুনসহ, জেলা প্রশাসন ও নির্বাচন অফিসের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। জেলা নির্বাচন কর্মকর্তা জানান, সোমবার বিকেলে রাজধানীর তেজগাঁও সরকারি মুদ্রণখানা (বিজি প্রেস) থেকে কঠোর নিরাপত্তায় ব্যালট পেপার পাঠানো হয়। ব্যালট পেপারসহ নির্বাচনী সরঞ্জাম জেলা প্রশাসকের কার্যালয়ের ট্রেজারি শাখায় সংরক্ষণসহ সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করা হবে। ভোটের দিন সকালে সেগুলো কেন্দ্রে পাঠানো হবে বলেও জানান জেলা নির্বাচন কর্মকর্তা মো. নজরুল ইসলাম।

[wps_visitor_counter]