চলতি মৌসুমে ঠাকুরগাঁও সুগার মিলে ৩ হাজার ২০০ মেট্রিক টন চিনি উৎপাদন

প্রকাশিত : ফেব্রুয়ারি ১৩, ২০২৪ , ৪:৪১ অপরাহ্ণ

রংপুর, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ঠাকুরগাঁও সুগার মিলে এখন পুরোদমে চলছে আখ থেকে চিনি উৎপাদন কার্যক্রম। এ সুগার মিলে চলতি মৌসুমে এ পর্যন্ত ৩ হাজার ২০০ মেট্রিক টন চিনি উৎপাদিত হয়েছে। এ মৌসুমে চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা ৫ হাজার ২০০ মেট্রিক টন। ঠাকুরগাঁও সুগার মিল কর্তৃপক্ষ আশা করছে, এ মৌসুমে চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণ করা সম্ভব হবে। ঠাকুরগাঁও সুগার মিলে এ মৌসুমে আখ মাড়াইয়ের লক্ষ্যমাত্রা ৭০ হাজার মেট্রিক টন। এ পর্যন্ত ৬২ হাজার মেট্রিক টন আখ মাড়াই করা হয়েছে। আখ একটি গুরুত্বপূর্ণ অর্থকরী ফসল। ঠাকুরগাঁও সুগার মিলকে কেন্দ্র করে এ অঞ্চলে আখ চাষ বৃদ্ধি পেয়েছে। আখের সঙ্গে সাথি ফসল হিসাবে আলু, মরিচ, টম্যাটো, বাদামসহ অন্যান্য ফসল চাষ করা হচ্ছে। সরকার আখের দাম বৃদ্ধি করায় অনেক কৃষক নতুন করে আখ চাষে উদ্বুদ্ধ হয়েছেন। এছাড়া আখ চাষ বৃদ্ধি করতে ঠাকুরগাঁও সুগার মিল কর্তৃপক্ষ আখ চাষিদের প্রশিক্ষণ প্রদানের পাশাপাশি বিভিন্ন ধরনের উদ্বুদ্ধকরণ কার্যক্রম পরিচালনা করছে। ঠাকুরগাঁও জেলাসহ পার্শ্ববর্তী এলাকার চাষিরা আখ চাষে উদ্বুদ্ধ হলে সুগার মিলে চিনি উৎপাদন বাড়বে, যা দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করবে।

[wps_visitor_counter]