কুয়েত বাংলাদেশের পরীক্ষিত বন্ধু

প্রকাশিত : ফেব্রুয়ারি ২০, ২০২৪ , ৫:৩৯ অপরাহ্ণ

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, কুয়েত বাংলাদেশের পরীক্ষিত বন্ধু। বাংলাদেশ এবং কুয়েত দু’টি ভাতৃপ্রতীম মুসলিম দেশ। দুই দেশ অগ্রগতি ও শান্তি বজায় রাখতে একসাথে কাজ করছে। দুই দেশের বাণিজ্য সম্প্রসারণ, নিরাপত্তা, কৃষি, এনার্জি, স্বাস্থ্য এবং চিকিৎসা সেবা খাতে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রয়েছে। মন্ত্রী সোমবার (১৯ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ) রাজধানীর একটি হোটেলে কুয়েত স্টেটের ৬৩তম জাতীয় দিবস ও ৩৩তম স্বাধীনতা দিবস উদ্যাপন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মন্ত্রী বলেন, কুয়েত-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্ণ হয়েছে। কুয়েতের শান্তি বজায় রাখতে জাতিসংঘ নিয়োজিত শান্তিরক্ষী বাহিনীতে বাংলাদেশের কন্টিনজেন্ট কাজ করছে যা আমাদের দুই দেশের দীর্ঘস্থায়ী বন্ধুত্বের স্মারক। বাংলাদেশের বিশাল শ্রমশক্তি কুয়েতে কাজ করছে। মন্ত্রী আরো বলেন, ২০২২-২৩ অর্থবছরে দুই দেশের মধ্যে রপ্তানি বাণিজ্য ছিলো ৮৭ মিলিয়ন মার্কিন ডলার। মন্ত্রী কুয়েতে বাংলাদেশের পাটজাত পণ্য, ঔষধ, শাকসবজি, হিমায়িত খাদ্য, হাল্কা যন্ত্রপাতির বাজার আরো সম্প্রসারণে দেশটির সহযোগিতা আশা করেন। পাশাপাশি বাংলাদেশের বিশেষ ইকনোমিক জোনে কুয়েতের বিনিয়োগ প্রত্যাশা করেন। মন্ত্রী দেশে বাস্তবায়নাধীন ২৫টি প্রকল্পে অর্থায়নের জন্য কুয়েতকে ধন্যবাদ জানান এবং আগামীতে বাংলাদেশে এল এন জি ও পেট্রোলিয়াম পণ্য রপ্তানির জন্য কুয়েতের আন্তরিকতা প্রত্যাশা করেন। মন্ত্রী তাঁর বক্তব্যে ফিলিস্তিনের জনগণের ওপর ইসরাইলের বর্বরোচিত গণহত্যার নিন্দা জানান এবং এ ইস্যুতে কুয়েতের শক্ত অবস্থানের প্রশংসা করেন। অনুষ্ঠানে কুয়েতের রাষ্ট্রদূত ফয়সাল মাতলুক আলাদওয়ানিসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, দেশের রাজনৈতিক নেতৃবৃন্দ ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

[wps_visitor_counter]