২৫ মার্চ জেনোসাইড দিবস হিসাবে আন্তর্জাতিক স্বীকৃতির দাবি

প্রকাশিত : মার্চ ২৫, ২০২৪ , ৩:২৩ অপরাহ্ণ

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: “জিয়া-এরশাদের উদ্দ্যোগ হীনতার কারণেই বাংলাদেশের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি এযাবতকাল পর্যন্ত” পায়নি। সোমবার (২৫ মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ) সকাল ১১টা জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি আয়োজিত সমাবেশে উপরে উল্লেখিত বক্তব্য রাখেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি জননেতা কমরেড রাশেদ খান মেনন এমপি। তিনি আরো বলেন, এখন সেই একই রাজনীতির পথে তারা ভারতীয় পণ্য বর্জনের নামে প্রতিবেশী দুই দেশের সম্পর্ক নষ্ট করার চেষ্টায় লিপ্ত হয়েছে। বাংলাদেশের গণহত্যার স্বীকৃতি না দেয়ার কারণেই ফিলিস্তিনে ইসরাইলী গণহত্যাকে উপেক্ষা করতে পারছে। তিনি সরকারের প্রতি আহবান জানান তারা যেন বাংলাদেশে সংগঠিত ২৫ মার্চ জেনোসাইড (গণহত্যা) এর আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে রাষ্ট্রীয় উদ্যোগ গ্রহণ করে। পার্টি কেন্দ্রীয় কমিটি সদস্য ও ঢাকা মহানগর উত্তর কমিটির আহবায়ক কমরেড সাদাকাত হোসেন খান বাবুলের সভাপতিত্বে এবং ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক কমরেড কিশোর রায়ের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন পার্টির পলিটব্যুরোর সদস্য কমরেড কামরূল আহসান, কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড আবুল হোসাইন, কমরেড আমিরুল হক আমিন, কমরেড মোস্তফা আলমগীর রতন, কমরেড সাব্বাহ আলী খান কলিন্স, যুবমৈত্রী সভাপতি কমরেড তৌহিদুর রহমান, নারী মুক্তি সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক কমরেড শিউলী শিকদার, জাতীয় গার্হস্থ্য নারী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কমরেড মুর্শিদা আখতার নাহার, ছাত্রমৈত্রীর সভাপতি অতুলন দাস আলো প্রমুখ। সভায় বক্তারা বলেন। আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনে সরকারের সমন্বিত উদ্যোগ থাকাতে হবে। যেখানে সমাজের বিভিন্ন পর্যায়ের সংগঠনও যুক্ত থাকবে। দ্বিতীয় মহাযুদ্ধের পর ‘৭১ এর ২৫ মার্চ দ্বিতীয় ভয়াল হত্যাযজ্ঞ সংগঠিত করেছিল পাকিস্তানি সেনাবাহিনী ‘অপারেশন সার্চ লাইট’ নামে। স্বাধীনতার ৫৩ বছরেও এর আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করা যায়নি এর দায় বিগত দিনের সকল সরকারের। গত ৬ বছর ধরে আমরা ‘জাতীয় গণহত্যা’ দিবস হিসেবে দিনটি পালন করছি কিন্তু স্বীকৃতি অর্জন হচ্ছে না। মুক্তিযুদ্ধের সকল শক্তিকে এই বিষয়ে সোচ্চার ভূমিকা নিতে হবে। জাতিসংঘের প্রতি আহবান জানিয়ে বলা হয় বাংলাদেশে সংগঠিত হত্যাযজ্ঞ কোন মামুলি ব্যাপার নয় এবং তামাদি হয়নি, তাই দ্রুত এর স্বীকৃতি প্রদানে ব্যবস্থা নেয়া হোক। সংবাদ বিজ্ঞপ্তির।

[wps_visitor_counter]