অভিনেতা পীরজাদা শহীদুল হারুনের আজ জন্ম দিন

প্রকাশিত : সেপ্টেম্বর ২১, ২০২২ , ৮:০৫ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: আজ (বুধবার) বিশিষ্ট অভিনেতা ও অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং বাংলাদেশের শীর্ষস্থানীয় সাংস্কৃতিক সংগঠন বাংলাদেশ সাংস্কৃতিক পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি পীরজাদা শহীদুল হারুনের জন্ম দিন। তিনি একাধারে কবি, গীতিকার, উপন্যাসিক, উপস্থাপক, আলোচক, লেখক, চিত্রশিল্পী, যাদুশিল্পী ও অভিনেতা। বেতার, টিভি, সিডি- ভিসিডি ও চলচ্চিত্রে তার লেখা শতাধিক গান প্রচারিত হয়েছে। তিনি ‘৯০ এর দশকে বিটিভি ও বেতারের তালিকাভুক্ত গীতিকার। তাছাড়াও তার বেশ কয়েকটি কাব্য গ্রন্থ ও উপন্যাস রয়েছে। তিনি প্রশাসনিক ক্যাডারের কর্মকর্তা হিসেবে কর্মজীবন শুরু করে ম্যাজিস্ট্রেট, টিএনও, ইউএনও, সিনিয়র সহকারী সচিব, উপ-সচিব, যুগ্ম সচিব ও অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের দায়িত্ব পালন করেন। চাকুরীর মেয়াদ শেষ হলেও সরকার তাকে আবারও ২ বছরের চুক্তিভিত্তিক নিয়োগ দেন। তিনি প্রায় ১২শ নাটক ও ৩ শতাধিক সিনেমায় অভিনয় করেছেন। তাছাড়া প্রায় ৩০ টিরও বেশী বিজ্ঞাপন-চিত্রে কাজ করেছেন। একজন প্রশাসন ক্যাডারের কর্মকর্তা হিসেবে তিনিই সব চাইতে বেশি সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে জড়িত। বিশেষ করে সাংস্কৃতিক বান্ধব ব্যক্তিত্ব হিসেবে তাঁর নিজস্ব একটি পরিচিতি রয়েছে। তিনি একজন প্রখ্যাত সাংস্কৃতিক সংগঠক। একাধিক প্রতিভার অধিকারী সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বাংলাদেশ সাংস্কৃতিক পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি পীরজাদা শহীদুল হারুনের আজ জন্ম দিন। তাঁর শুভ জন্মদিনে রইলো অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।

[wps_visitor_counter]