জনগণ দেশি বিদেশি ষড়যন্ত্র প্রতিহত করবে

প্রকাশিত : সেপ্টেম্বর ২৯, ২০২২ , ৭:১৪ অপরাহ্ণ

ক্যালিফোর্নিয়া্‌, যুক্তরাষ্ট্র, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: পানি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম বলেছেন, সরকারের উন্নয়নের রোডম্যাপ দেখে নতুন করে দেশি-বিদেশি ষড়যন্ত্রে শুরু হয়েছে। দেশকে অস্থিতিশীল করে ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টায় চলছে। মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী ও তাদের দোসরদের যে কোনো ষড়যন্ত্র রুখে দিতে সর্বদা প্রস্তুত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় আজ সকালে স্টেট আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এনামুল হক শামীম বলেন, আওয়ামী লীগ প্রতিশোধ ও প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। দুঃশাসন বলতে যা বুঝায় সেটা বিগত সরকারের আমলে ভেঙে পড়েছিল। এদেশের মানুষ তা ভোলে নাই। দেশের মানুষ তাদের সেই অপশাসন ও দুঃশাসনে আর ফিরে যেতে চায় না। ২০১৩ ও ২০১৪ সালের মতো সহিংস ও জ্বালাও-পোড়াও রাজনীতি করে কোনো ধরনের ষড়যন্ত্র করা হলে জনগণ তা প্রতিহত করবে। উপমন্ত্রী বলেন, গণতন্ত্রকে নস্যাৎ করার নানামুখী ষড়যন্ত্রের নীলনকশা হচ্ছে। নির্বাচনে অংশ না নেওয়া, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা, নির্বাচন কমিশন ও গণতান্ত্রিক কাঠামোকে উদ্দেশ্য প্রণোদিতভাবে প্রশ্নবিদ্ধ সৃষ্টি করা এবং দেশবিরোধী অপতৎপরতায় লিপ্ত থাকা সেই নীলনকশারই বহিঃপ্রকাশ মাত্র। যারা এই ষড়যন্ত্রে জড়িত বাংলার মানুষের কাছে তাদেরকে জবাব দিতে হবে। তিনি আরও বলেন, প্রবাসীরা হাড়ভাঙা পরিশ্রম করে রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতির ভিতকে মজবুত করে বৈদেশিক রিজার্ভকে সমৃদ্ধ করে চলেছেন। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রবাসীদের জন্য কাজ করে চলেছেন। ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক দীপ আজাদ, ঢাকা মহানগর আওয়ামী লীগ নেতা মেজবাউর রহমান রতনসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

[wps_visitor_counter]