সৌদি ন্যাশনাল গেমস এর উদ্বোধনী অনুষ্ঠান অবলোকনের জন্য সৌদি আরব গেলেন সেনাবাহিনী প্রধান

প্রকাশিত : অক্টোবর ২৭, ২০২২ , ৪:১০ অপরাহ্ণ

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন (বিওএ) এর সভাপতি ও সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, এসবিপি, ওএসপি, এনডিইউ, পিএসসি, পিএইচডি সৌদি গেমস-২০২২ এর আয়োজক কমিটির সভাপতি আব্দুল আজিজ বিন তুর্কি আল ফয়সাল এর আমন্ত্রণে বৃহস্পতিবার (২৭-১০-২০২২) সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। সফরকালে তিনি সৌদি আরবের রিয়াদ শহরে অনুষ্ঠিত সৌদি ন্যাশনাল গেমস এর উদ্বোধনী অনুষ্ঠান (২৮ অক্টোবর ২০২২) ও বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতা অবলোকন করবেন। এর আগে তিনি ২৭ অক্টোবর ২০২২ তারিখে অভ্যাগত অতিথিদের সম্মানে আয়োজক কমিটি কর্তৃক আয়োজিত রাষ্ট্রীয় নৈশভোজে অংশগ্রহণ করবেন। এ সময় তিনি সৌদি ন্যাশনাল গেমস এর আয়োজক কমিটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় করবেন। সফর শেষে সেনাবাহিনী প্রধান আগামী ৩০ অক্টোবর ২০২২ তারিখ সৌদি আরব হতে দেশে প্রত্যাবর্তন করবেন।

[wps_visitor_counter]