ওরা দেশটাকে পাকিস্তান শ্রীলংকা বানাতে চায়

প্রকাশিত : নভেম্বর ৫, ২০২২ , ৮:০৪ অপরাহ্ণ

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, সংগৃহীত চিত্র।

বিরল, দিনাজপুর, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, যে দলের চেয়ারম‍্যান এতিমের টাকা আত্মসাৎ করে অপরাধী হয়েছে এবং আরেকজন পলাতক আছে তাদের দিয়ে দেশের উন্নয়ন হতে পারে না। ওরা দেশটাকে পাকিস্তান-শ্রীলংকা বানাতে চায়। তিনি বলেন, ড. ইউনুসরা শান্তি পুরস্কার পেয়েছে কিন্তু দেশের সমবায়ীদের শান্তি দেয় নাই। ঋণের জালে জর্জরিত করেছে। কিন্তু ‘একটি বাড়ি একটি খামার’ ৫০০ কোটি টাকা দিয়ে শুরু হয়েছিল। সেটি এখন হাজার হাজার কোটি টাকায় দাঁড়িয়েছে। এটাকে ধরে রাখতে হবে। শনিবার দিনাজপুরের বিরল উপজেলা পরিষদ অডিটরিয়ামে ‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ প্রতিপাদ্য নিয়ে ৫১তম জাতীয় সমবায় দিবস-২০২২ উদ্যাপন উপলক্ষ‍্যে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগ আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ এ প্রতিপাদ‍্যকে সামনে রেখে জাতীয় সমবায় দিবস পালিত হচ্ছে। তিনি বলেন, বঙ্গবন্ধুর দর্শন শুধু সমবায়ের উন্নয়ন নয়, বঙ্গবন্ধুর দর্শন হচ্ছে বাংলাদেশের উন্নয়ন। প্রত্যেকটি বিষয়, প্রতিক্ষণ, প্রতিমুহূর্তে বঙ্গবন্ধুকে ধারণ করতে হবে। প্রতিমন্ত্রী আরো বলেন, যাদের কোনো লক্ষ‍্য ঠিক নাই, যাদের আদর্শ ঠিক নাই, নীতি ঠিক নাই তাদের দ্বারা কোনো কল‍্যাণ হয় না। যদি কল‍্যাণ হতো তাহলে ’৭৫এ বঙ্গবন্ধুকে হত‍্যা করার পর জিয়া, এরশাদ, খালেদা জিয়ারা বাংলাদেশকে সোনার বাংলা বানাতে পারত। কিন্তু পারে নাই। তারা দেশকে দরিদ্রতায় জর্জরিত করে দিয়েছিল। তিনি বলেন, আমরা অপরাধী, ষড়যন্ত্রকারী ও জঙ্গিদের দমন করেছি। নির্মূল করতে পারিনি। এবার তাদের নির্মূল করতে হবে। প্রতিমন্ত্রী পরে শ্রেষ্ঠ সমবায়ীদের মাঝে ক্রেস্ট বিতরণ করেন। এর আগে প্রতিমন্ত্রী বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জে আব্দুর রৌফ চৌধুরী অডিটরিয়ামে ৫১তম জাতীয় সমবায় দিবস-২০২২ উদ্‌যাপন উপলক্ষ‍্যে বোচাগঞ্জ উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগ আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন।

[wps_visitor_counter]