তরুণ প্রজন্মের কাছে বঙ্গবন্ধু ও বাংলাদেশের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে

প্রকাশিত : মার্চ ৩, ২০২৩ , ৮:২৩ পূর্বাহ্ণ

গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, সংগৃহীত চিত্র।

ময়মনসিংহ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ বলেছেন, তরুণ প্রজন্মের নিকট বাংলাদেশের মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান এবং বাংলাদেশের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে। সঠিক ইতিহাস জানার মধ্য দিয়ে তরুণ প্রজন্মের মাঝে দেশপ্রেম জাগ্রত হবে, যা বর্তমান সময়ের প্রেক্ষাপটে অত্যন্ত জরুরি। বৃহস্পতিবার ময়মনসিংহ জিলা স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী একথা বলেন। তিনি বলেন ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যার পর দেশের ইতিহাস বিকৃতির চর্চা হয়েছে। অনেক ভ্রান্ত ধারণা এবং মিথ্যা তথ্যের মাধ্যমে পাঠ্যপুস্তকেও বিকৃত ইতিহাস তুলে ধরা হয়েছ। একটি প্রজন্ম মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে পারেনি। এতে সমগ্র জাতি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রতিমন্ত্রী বলেন, দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হলে তরুণ প্রজন্মকে সঠিক ইতিহাস জানতে হবে। আর বাংলাদেশের সঠিক ইতিহাস জানতে হলে বঙ্গবন্ধু সম্পর্কে জানতে হব। ১৯৭৫ সালে যারা বঙ্গবন্ধুকে হত্যার ষড়যন্ত্রের সাথে জড়িত ছিল তারা এখনো অনেকে সমাজে সক্রিয় রয়েছে এবং প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দেশবিরোধী চক্রান্তে লিপ্ত রয়েছে। তরুণ প্রজন্মকে তাদের সম্পর্কে সজাগ থাকতে হবে এবং দেশ ও দেশের মানুষের কল্যাণে আত্মনিয়োগ করতে হব। সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে বর্তমান সরকারের সাফল্যের কথা উল্লেখ করে বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে দেশ সন্ত্রাসী ও জঙ্গিবাদীদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছিল। বাংলা ভাইয়ের উত্থান, হরকাতুল জিহাদ, জেএমবির তৎপরতা, ৬৪ জেলায় একযোগে বোমা হামলা ও ২১ আগস্ট গ্রেনেড হামলার মতো ন্যক্কারজনক ঘটনা বিএনপি জামাত জোট সরকারের আমলে দেশবাসী প্রত্যক্ষ করেছে। দেশবাসী এই সন্ত্রাসী কার্যকলাপ দেখতে চায় না বলে প্রতিমন্ত্রী উল্লেখ করেন। অনুষ্ঠানে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ ও এর বিভিন্ন সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ও সকল শিক্ষার্থী উপস্থিত ছিলেন। পরে প্রতিমন্ত্রী ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

[wps_visitor_counter]