রাজধানীর নিউ সুপার মার্কেটের অগ্নি নিয়ন্ত্রণে বাংলাদেশ সেনাবাহিনী

প্রকাশিত : এপ্রিল ১৫, ২০২৩ , ১১:০১ অপরাহ্ণ

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: রাজধানীর নিউ সুপার মার্কেটে অগ্নিকান্ডের ঘটনায় ফায়ার সার্ভিসকে সহায়তার অংশ হিসেবে সেনাবাহিনী প্রধান এর নির্দেশে অগ্নিকান্ড নিয়ন্ত্রণ কাজে শনিবার (১৫ এপ্রিল ২০২৩) বাংলাদেশ সেনাবাহিনীর ফায়ার ক্রু মোতায়েন হয়। এছাড়াও অগ্নিকান্ড এলাকার ট্রাফিক নিয়ন্ত্রণে বাংলাদেশ সেনাবাহিনীর মিলিটারি পুলিশের (এমপি) সদস্যদের মোতায়েন করা হয়। মানবিক সহায়তার অংশ হিসেবে বৈরী পরিস্থিতিতে বাংলাদেশ সেনাবাহিনী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে ওয়াটার বাউজার এর মাধ্যমে পানি ও অন্যান্য অগ্নি নির্বাপণের সরঞ্জামাদিসহ সহায়তা প্রদান করে। এছাড়া যেকোনো প্রকার অপ্রত্যাশিত ঘটনা এড়ানোর জন্য পর্যাপ্ত সংখ্যক সেনাসদস্য মোতায়েন করা হয়। উল্লেখ্য গুলশান, বঙ্গবাজার ও নবাবপুরের আগুন নিয়ন্ত্রণেও ফায়ার সার্ভিসের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনী সম্মিলিতভাবে কাজ করেছে।

[wps_visitor_counter]