জনকল্যাণে কাজ করার আহবান পররাষ্ট্রমন্ত্রীর

প্রকাশিত : জুন ২৮, ২০২৩ , ৭:৩৮ অপরাহ্ণ

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, সংগৃহীত চিত্র।

সিলেট, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: সরকার প্রদত্ত সবধরনের সহযোগিতার সদ্ব্যবহারের মাধ্যমে সিলেটের উন্নয়ন তথা সিলেটের জনগণের কল্যাণে কাজ করতে সিলেট সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়রসহ কাউন্সিলরদের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। সদ্য-সমাপ্ত সিলেট সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র এবং কাউন্সিলরদের সাথে মঙ্গলবার সিলেটে আয়োজিত এক মতবিনিময় অনুষ্ঠানে মন্ত্রী এ আহ্বান জানান। সিলেট মহানগরীর ধোপাদিঘির পারে মন্ত্রীর পৈত্রিক নিবাস হাফিজ কমপ্লেক্সে আয়োজিত এ অনুষ্ঠানে নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীসহ বিভিন্ন রাজনৈতিক দল ও মতাদর্শের নির্বাচিত কাউন্সিলরগণও উপস্থিত ছিলেন। মন্ত্রী বলেন, আনোয়ারুজ্জামান চৌধুরী একজন সৎ ও যোগ্য মেয়র। কাউন্সিলর হিসেবে এবার যারা নির্বাচিত হয়েছেন, তাঁরাও প্রত্যেকেই যোগ্য জনপ্রতিনিধি। আপনারা নগরবাসীর সব সমস্যা সমাধান করে তিলোত্তমা সিলেটের স্বপ্ন পূরণ করতে সক্ষম হবেন, এটাই আমাদের প্রত্যাশা। দলমত নির্বিশেষে বিভিন্ন রাজনৈতিক দল ও মতাদর্শের নবনির্বাচিত কাউন্সিলরগণ উপস্থিত হওয়ায় তাঁদের প্রতি ধন্যবাদ জানিয়ে ড. মোমেন বলেন, সিলেটের উন্নয়নে দলমত নির্বিশেষে সবাইকে একসাথে কাজ করে যেতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। তিনি তার বক্তব্যে নৌকাকে বিশাল ব্যবধানে জয়ী করায় নগরবাসীর প্রতি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, একটি তিলোত্তমা নগরীর স্বপ্ন বাস্তবায়নের জন্য জনগণ আমাদের ভোট দিয়েছেন। নগরবাসীর দুর্ভোগ নিরসনে আমাদের কাজ শুরু করতে হবে। এ কাজে সবার সহযোগিতা প্রয়োজন। আমরা সবাই মিলে টিম ওয়ার্কের মাধ্যমে সিলেট নগরীর জন্য কাজ করব। মহানগর আওয়ামী লীগের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিনের সভাপতিত্বে ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেনের পরিচালনায় মতবিনিময় সভায় বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রীর সহধর্মিণী সেলিনা মোমেনসহ বিভিন্ন অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

[wps_visitor_counter]