জি-২০ সম্মেলনে অংশ নিতে গুজরাটে অর্থমন্ত্রী

প্রকাশিত : জুলাই ১৫, ২০২৩ , ৯:২২ অপরাহ্ণ

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, এফসিএ, এমপি, সংগৃহীত চিত্র।

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: জি-২০ দেশগোষ্ঠীর অর্থমন্ত্রী এবং কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরদের দুদিনের সম্মেলন অনুষ্ঠিত হবে আগামী ১৭-১৮ জুলাই, ২০২৩ ভারতের গুজরাটের, গান্ধীনগরে। শিল্পোন্নত দেশগুলোর জি-২০ জোটে বাংলাদেশ সদস্য নয়। তবে শীর্ষ সম্মেলনের আয়োজক দেশ ভারত সদস্য দেশগুলোর বাইরেও বিশ্বের বিভিন্ন অঞ্চলের নয়টি দেশকে ‘গেস্ট কান্ট্রি’ হিসাবে অন্তর্ভুক্ত করেছে। এসব দেশের প্রতিনিধিরা জি-২০ সম্মেলনের বিভিন্ন বৈঠকে অংশ নিবেন। দক্ষিণ এশিয়া অঞ্চলে ‘গেস্ট কান্ট্রি’র মর্যাদা পেয়েছে বাংলাদেশ। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, এফসিএ, এমপি’র নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদল সম্মেলনে অংশগ্রহণ করবেন। সম্মেলনে অংশ নিতে মাননীয় অর্থমন্ত্রী শনিবার (১৫ জুলাই, ২০২৩) সকালে ভারতের উদ্দেশে রওনা করেন। তিনি আগামী ১৭ জুলাই এবং ১৮ জুলাই বৈঠকে বর্তমান বিশ্বের অর্থনৈতিক সংকট পরিস্থিতে করণীয় বিষয়ের প্রতি আলোকপাত করবেন এবং বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি তুলে ধরবেন। পাশাপাশি তিনি, বিভিন্ন দেশের অর্থমন্ত্রীদের সাথে দ্বিপাক্ষিক বৈঠকেও অংশগ্রহন করবেন বলে জানিয়েছেন, অর্থ মন্ত্রনালয় এর জনসংযোগ কর্মকর্তা গাজী তৌহিদুল ইসলাম।

[wps_visitor_counter]