নাশকতা করে নির্বাচনকে ঠেকানো যাবে না

প্রকাশিত : জানুয়ারি ৭, ২০২৪ , ৭:০২ পূর্বাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি জননেতা কমরেড রাশেদ খান মেনন ও সাধারণ সম্পাদক কমরেড ফজলে হোসেন বাদশা এক বিবৃতিতে গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন লাগানোর ঘটনা গভীর উদ্বেগ, ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন। বিবৃতিতে তারা বলেন, দুর্বৃত্তরা আগুনে মানুষ পুড়িয়ে নির্বাচন বানচালের জঘন্য চেষ্টায় লিপ্ত হয়েছে। বিবৃতিতে তারা দুষ্কৃতকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের আহবান জানান। বিবৃতিতে তারা ট্রেনে আগুনে পুড়ে নিহত ও আহতদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান। অপর বিবৃতিতে কমরেড রাশেদ খান মেনন বলেছেন, নাশকতা করে নির্বাচনকে ঠেকানো যাবে না। তিনি বলেন, ২০১৪ সালে এর চেয়েও বেশি নাশকতা ও জ্বালাও পোড়াও নির্বাচন ঠেকাতে পারেনি বিএনপি—জামাত। এবারও পারবে না। মেনন বলেন, বিএনপি—জামাতের উচিত গ্রাম—গঞ্জে এসে দেখে যাওয়া উচিত নির্বাচন কতখানি উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। দেশবাসীকে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়ে মেনন বলেন, বিএনপি—জামাত ভোট বর্জন বা অসহযোগের কথা বলছেন তাদের নাশকতার চক্রান্ত ধরা পড়ে গেছে। সংবাদ বিজ্ঞপ্তির।

[wps_visitor_counter]