অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সক্রিয়

প্রকাশিত : জানুয়ারি ৭, ২০২৪ , ২:৩৪ অপরাহ্ণ

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল আশাবাদ ব্যক্ত করে বলেছেন, সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সারাদেশে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলবে।
রবিবার (০৭ জানুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ) সকালে রাজধানীর হাবীবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে ভোট দেন প্রধান নির্বাচন কমিশনার। সকাল সাড়ে ৮টার দিকে ভোটাধিকার প্রয়োগের পর তিনি সাংবাদিকদের বলেন, ‘প্রতি পাঁচ বছর পর পর জাতীয় নির্বাচন আসে। সবার সমন্বিত প্রচেষ্টায় আমরা নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করি।’ ভোট কেন্দ্রের চিত্র স্বচ্ছতার সঙ্গে তুলে ধরতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান সিইসি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অবাধ ও সুষ্ঠুভাবে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সক্রিয়ভাবে কাজ করছে।

[wps_visitor_counter]