শপথ নিলেন ১১ প্রতিমন্ত্রী

প্রকাশিত : জানুয়ারি ১১, ২০২৪ , ১০:২২ অপরাহ্ণ

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। একই সাথে তিনি টানা চতুর্থ মেয়াদে সরকার গঠন করেছেন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বৃহস্পতিবার (১১ জানুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ) সন্ধ্যা ৭টা ৬ মিনিটে বঙ্গভবনের দরবার হলে শেখ হাসিনাকে শপথ ও গোপনীয়তার শপথ বাক্য পাঠ করান। এর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের মন্ত্রী হিসেবে ২৫ জনকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। মন্ত্রীদের শপথবাক্য পাঠ করার পর সরকারের প্রতিমন্ত্রী হিসেবে ১১ জনকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি। প্রতিমন্ত্রীরা হলেন- নসরুল হামিদকে বিদ্যুৎ বিভাগ; খালিদ মাহমুদ চৌধুরীকে নৌপরিবহন মন্ত্রণালয়; জুনাইদ আহমেদ পলককে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়; জাহিদ ফারুককে পানিসম্পদ মন্ত্রণালয়; বেগম সিমিন হোমেন (রিমি)-কে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়; কুজেন্দ্র লাল ত্রিপুরাকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়; মোঃ মহিববুর রহমানকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়; মোহাম্মাদ আলী আরাফাতকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়; শফিকুর রহমান চৌধুরীকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়; বেগম রুমানা আলীকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং আহসানুল ইসলাম (টিটু)-কে বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দপ্তর বণ্টন করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়।

[wps_visitor_counter]