আসাদের আত্মদান মুক্তিযুদ্ধের সূচীমুখ খুলে দিয়েছিল

প্রকাশিত : জানুয়ারি ২০, ২০২৪ , ২:৫৩ অপরাহ্ণ

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, “শহীদ আসাদের আত্মদান মহান মুক্তিযুদ্ধের সূচীমুখ খুলে দিয়েছিল। তার রক্তমাখা শার্ট ছিল ঊনসত্তরের গণঅভ্যুত্থান ও মুক্তির সংগ্রামের চালিকাশক্তি।” শনিবার (২০ জানুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ) সকাল ১১ টায় রাজধানীর তোপখানা রোডে শহীদ আসাদ মিলনায়তনে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি আয়োজিত শহীদ আমানুল্লাহ আসাদের ৫৫তম মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সভাপতির বক্তব্যে বর্ষীয়ান এই রাজনীতিবিদ আরো বলেন, “ষাটের দশকে ছাত্র-যুব তরুণদের মধ্যে যে চেতনা ছিল, এখন সেই তরুণরা সমাজের ভোগবাদীতা, স্বার্থপরতার দ্বারা পরিচালিত হয়ে হচ্ছে। এটা করতে গিয়ে তারা নাকি যখন কিছুই পাচ্ছে না, তখন তারা নিজেকে মাদকাসক্তিতে নিমজ্জিত করে হতাশায় পরিপূর্ণভাবে রাজনীতি-বিমুখ হয়ে পড়ছে।” নিজের সুদীর্ঘ রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা থেকে মেনন বলেন, “আমরা কি করতে পেরেছি বা পারি নাই, তার চেয়ে বড় কথা হলো আমাদের দেশের যুবকদের বড় অংশ কিন্তু এখনো পর্যন্ত আগ্রহ রাজনীতির প্রতি আগ্রহী। আমার নির্বাচনী অভিজ্ঞতায় বলতে পারি, আমি দেখেছি অসংখ্য তরুণ রাজনীতিতে এগিয়ে আসার জন্য আগ্রহী হয়ে উঠেছে। যখন তারা কোনো জায়গা পাচ্ছে না, তখন তারা শাসকগোষ্ঠীর বৃত্তের মধ্যেই ঘুরপাক খাচ্ছে। আমরা যদি তাদের নিজের পক্ষে টানতে কাজ করি তাহলে অবশ্যই সেইসব কৃষক যুবক, শ্রমিক যুবক, বেকার যুবক, কর্মজীবী যুবক, গরিব-মধ্যবিত্ত যুবক ও নারীদের আমাদের পক্ষে আনতে পারব।”
তিনি বলেন, “শহীদ আসাদ ছাত্র জীবন ত্যাগ করেই সরাসরি কৃষক আন্দোলনে যোগ দিয়েছিলেন। তিনি আদর্শকে ধারণ করতে পেরেছিলেন বলেই লড়াইয়ে সেই আদর্শের বিস্তার করতে পেরেছিলেন। একারণেই শহীদ আসাদ একেবারেই নিবেদিতপ্রাণ কর্মী হিসেবে কাজ করতে পেরেছেন। রাজনীতির ক্ষেত্রে কোন জায়গাটি ধরতে হবে এবং কোন জায়গাটি ত্যাগ করতে হবে তা শহীদ আসাদের জীবনাদর্শ থেকে নিতে হবে। আজকের দিনে তা বড়ই প্রয়োজন বলে আমি মনে করি।” আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন পার্টির পলিটব্যুরোর সদস্য কমরেড নুর আহমদ বকুল, অধ্যাপক মেজবাহ কামাল। ‘শহীদ আসাদ ও গণঅভ্যুত্থান’-শীর্ষক আলোচনা সভায় মূল প্রবন্ধ পাঠ করেন বাংলাদেশ যুব মৈত্রী’র ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মানোয়ার হোসেন। সঞ্চালনা করেন ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সদস্য কমরেড কিশোর রায়। সংবাদ বিজ্ঞপ্তির।

[wps_visitor_counter]