প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর সঙ্গে সংযুক্ত আরব আমিরাত এবং নর্থ মেসিডোনিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রকাশিত : জানুয়ারি ৩১, ২০২৪ , ৫:৩৩ অপরাহ্ণ

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীর সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত Abdulla Ali Khaseif AlHmoudi এর এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ জানুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ) প্রবাসী কল্যাণ ভবনে অনুষ্ঠিত এ বৈঠকে দু’দেশের ভ্রাতৃত্ব-পূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক, ব্যবসা-বাণিজ্য ও শ্রমবাজারসহ অন্যান্য সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠকের শুরুতে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত নবনিযুক্ত প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীকে অভিনন্দন জানান। বৈঠকে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ তৈরিতে বাংলাদেশের অবস্থান তুলে ধরেন। এ সময় সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতও বাংলাদেশের কর্মীদের দক্ষতার প্রশংসা করেন। বৈঠকে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ খায়রুল আলম, উপ-সচিব ইমরান আহমেদসহ মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তা এবং ঢাকাস্থ সংযুক্ত আরব আমিরাত দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীর সঙ্গে নর্থ মেসিডোনিয়ার রাষ্ট্রদূত Slobodan Uzunov সাক্ষাৎ করেন। সাক্ষাতে নর্থ মেসিডোনিয়ার রাষ্ট্রদূত সেদেশের সম্ভাবনাময় শ্রমবাজারে বাংলাদেশের কর্মী নেয়ার আগ্রহ প্রকাশ করেন এবং এ বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়ে আলোকপাত করেন।

[wps_visitor_counter]