‍‍‍‍ত্রাণ প্রতিমন্ত্রীর সাথে ডব্লিউএফপিএ’র কান্ট্রি ডিরেক্টরের সাক্ষাৎ

প্রকাশিত : ফেব্রুয়ারি ৪, ২০২৪ , ৮:৩৯ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন:দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মোঃ মহিববুর রহমানের সাথে রবিবার (০৪ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ) সচিবালয়ে তাঁর অফিসকক্ষে বাংলাদেশে ডব্লিউএফপিএ’র আবাসিক প্রতিনিধি ও কান্ট্রি ডিরেক্টর Dom Scalpelli সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে কক্সবাজার ও ভাসানচরে মানবিক সহায়তা কার্যক্রম, Humanitarian Staging Area তৈরিতে সহায়তা, জাতীয় জরুরি সাড়াদান কেন্দ্র, মিয়ানমারের সার্বিক সংঘাতময় পরিস্থিতি এবং রোহিঙ্গা প্রত্যাবাসনের উপায় বের করা ইত্যাদি বিষয়ে আলোচনা হয়। এ সময় মন্ত্রণালয়ের সচিব মোঃ কামরুল হাসান, শরণার্থী সেলের প্রধান (অতিরিক্ত সচিব) মোঃ হাসান সারওয়ার এবং ডব্লিউএফপিএ’র সিনিয়র পার্টনারশিপস এডভাইজার ও সরকারের সাবেক সচিব মোঃ মোহসীন উপস্থিত ছিলেন।

[wps_visitor_counter]