পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

প্রকাশিত : ফেব্রুয়ারি ২৯, ২০২৪ , ৯:১২ অপরাহ্ণ

আশিষ চৌধুরী, বিশেষ প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: দ্বাদশ জাতীয় সংসদের পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ) বিকেল ৩টায় কমিটির সভাপতি এম এ মান্নান এর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য রফিকুল ইসলাম, ড. শ্রী বীরেন শিকদার, মোঃ আব্দুর রাজ্জাক, সাইফুজ্জামান চৌধুরী, মোঃ আবদুস সবুর এবং এ.কে. এম. মোস্তাফিজুর রহমান বৈঠকে অংশগ্রহণ করেন। বৈঠকে উপস্থিত সদস্যগণের পরিচিতি পর্ব শেষে মন্ত্রণালয় ও তার অধীন দপ্তর/অধিদপ্তর/বিভাগসমূহের কার্যাবলী অবহিতকরণ, পরিকল্পনা কমিশনের কার্যাবলী সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। যোগাযোগ ব্যবস্থার অভূতপূর্ব উন্নয়ন সাধনের পাশাপাশি দেশের সার্বিক উন্নয়নে অবদান রাখার ক্ষেত্রে এ মন্ত্রণালয়ের ভূমিকা অপরিসীম মর্মে বৈঠকে আলোচনা করা হয়। দেশের বৃহৎ প্রকল্পসমূহ বাস্তবায়ন করায় মন্ত্রণালয়কে ধন্যবাদ জ্ঞাপন করা হয়। বৈঠকে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানকে অধিক কার্যকর ও শক্তিশালী করার প্রতি গুরুত্বারোপ করা হয়। মন্ত্রণালয়ের চলমান উন্নয়ন কার্যক্রমের ধারাবাহিকতা রক্ষা করে দেশের কল্যাণে যুগোপযোগী পরিকল্পনা প্রণয়নের জন্য কমিটি কর্তৃক সুপারিশ করা হয়। বৈঠকের শুরুতে ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাত্রিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবসহ শহীদ পরিবারের সদস্যবৃন্দ, মুক্তিযুদ্ধের ত্রিশ লক্ষ শহীদ, সম্ভ্রম হারানো মা-বোন, জাতীয় চার নেতা এবং ভাষা আন্দোলনে সকল শহীদদের রূহের মাগফেরাত কামনা করে তাঁদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব, বিভিন্ন দপ্তর ও সংস্থা প্রধানসহ পরিকল্পনা মন্ত্রণালয় এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন।

[wps_visitor_counter]