পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২য় বৈঠক অনুষ্ঠিত

প্রকাশিত : মার্চ ২৮, ২০২৪ , ৬:০৬ অপরাহ্ণ

আশিষ চৌধুরী, বিশেষ প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: দ্বাদশ জাতীয় সংসদের পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২য় বৈঠক কমিটির সভাপতি রমেশ চন্দ্র সেন এর সভাপতিত্বে বৃহস্পতিবার (২৮ মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ) বেলা ৩টায় জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। বৈঠকে কমিটির সদস্য ও পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক, মোহাম্মদ নজরুল ইসলাম, সৌমেন্দ্র প্রসাদ পাণ্ডে এবং রনজিত চন্দ্র সরকার আলোচনায় অংশগ্রহণ করেন। বৈঠকের শুরুতে ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাত্রিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবসহ শহীদ পরিবারের সদস্যবৃন্দ, মুক্তিযুদ্ধের ত্রিশ লক্ষ শহীদ, জাতীয় চার নেতার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। বৈঠকে পানি সম্পদ মন্ত্রণালয়ের ১ম বৈঠকের কার্যবিবরণী অনুমোদন ও অগ্রগতি সম্পর্কে আলোচনা করা হয়। কমিটি পানি সম্পদ মন্ত্রণালয়কে আদর্শ মন্ত্রণালয় উল্লেখ করে মন্ত্রণালয়ের সবাইকে নিজ নিজ দায়িত্ব সুষ্ঠ ভাবে পালনের জন্য ধন্যবাদ জ্ঞাপন করে ও এ মৌসুমে বাঁধ যাতে না ভাঙে সে বিষয়ে পানি সম্পদ মন্ত্রণালয়কে সতর্ক থাকার সুপারিশ করে। বৈঠকে সাতক্ষীরা জেলার পোল্ডার নং ১৫ পুনর্বাসন প্রকল্পের অগ্রগতি সম্পর্কিত প্রতিবেদন উপস্থাপন করা হয়। বৈঠকে উক্ত প্রকল্পের কাজ দ্রুত শেষ করার জন্য কমিটি সুপারিশ করে।
বৈঠকে ‘হাওড় এলাকায় বন্যা ব্যবস্থাপনা ও জীবনযাত্রার মান উন্নয়ন প্রকল্প’ এর অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করা হয়। এছাড়াও নদী গবেষণা ইনস্টিটিউটের কার্যক্রম সম্পর্কে আলোচনা করা হয়। বৈঠকে ভোলা জেলায় মনপুরা ভাঙ্গন রোধে গৃহীত পদক্ষেপসমূহ এবং পদ্মা নদী ভাঙ্গন হতে ডান তীর রক্ষা প্রকল্পের বর্তমান অবস্থা সম্পর্কে আলোকপাত করা হয়। বৈঠকে পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব, নদী গবেষণা ইনস্টিটিউট ও পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালকসহ পানি সম্পদ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

[wps_visitor_counter]