নদী গবেষণা ইনস্টিটিউটকে আরো কার্যকর পদক্ষেপ নিতে হবে

প্রকাশিত : এপ্রিল ৪, ২০২৪ , ৪:০৪ অপরাহ্ণ

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, নদী গবেষণা প্রতিষ্ঠানটিকে আরো কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং কার্যক্রমগুলোকে বিশ্বমানের করতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে প্রতিষ্ঠানটিকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে ২০৪১ সালের মধ্যে স্মার্ট ও সমৃদ্ধশালী হিসেবে গড়ে তোলার যে মহা-পরিকল্পনা গ্রহণ করেছেন তা বাস্তবায়নে নদী গবেষণা ইনস্টিটিউটের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। মন্ত্রী বৃহস্পতিবার (০৪ এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ) সচিবালয়ে পানি সম্পদ মন্ত্রণালয়ের সভাকক্ষে নদী গবেষণা ইনস্টিটিউটের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন। তিনি আরো বলেন, প্রতিষ্ঠানের কর্মকর্তাদের পেশাগত জ্ঞান ও তৎপরতা আরো বৃদ্ধি করতে হবে এবং দেশকে সকল দিক থেকে সফলভাবে গড়ে তুলতে সবাইকে একসাথে কাজ করে করতে হবে। সভায় মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান ও নদী গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক এস এম আবু হোরায়রা বক্তব্য রাখেন।।

[wps_visitor_counter]