সংসদ সদস্য আনোয়ারুল আজীমের মৃত্যুতে স্পীকারের শোক

প্রকাশিত : মে ২২, ২০২৪ , ৬:১৪ অপরাহ্ণ

আশিষ চৌধুরী, বিশেষ প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: দ্বাদশ জাতীয় সংসদের ৮৪ ঝিনাইদহ-৪ আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ আনোয়ারুল আজীম (আনার) এর মৃত্যুতে বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি, গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। স্পীকার মোঃ আনোয়ারুল আজীম (আনার) এর বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং তাঁর শােক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। তিনি দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে তিন বার সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৬৮ সালে ঝিনাইদহ জেলায় জন্মগ্রহণকারী এ সংসদ সদস্যের মৃত্যুতে আরও গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মো: শামসুল হক টুকু এমপি, চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি ও হুইপবৃন্দ। জাতীয় সংসদ সচিবালয় এর (যুগ্ম-সচিব) পরিচালক গণসংযোগ মোঃ তারিক মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

[wps_visitor_counter]