সরকারী প্রতিষ্ঠান কমিটির চতুর্থ বৈঠক অনুষ্ঠিত

প্রকাশিত : মে ২৬, ২০২৪ , ৫:৫২ অপরাহ্ণ

আশিষ চৌধুরী, বিশেষ প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: দ্বাদশ জাতীয় সংসদের ‘সরকারী প্রতিষ্ঠান কমিটি’র চতুর্থ বৈঠক রবিবার (২৬ মে ২০২৪ খ্রিস্টাব্দ) সকাল ১১টায় কমিটির সভাপতি মোঃ আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য মোঃ আশরাফ আলী খান খসরু, সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, আলাউদ্দিন আহম্মদ চৌধুরী, মোঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী, নাজমা আক্তার এবং সালমা ইসলাম বৈঠকে অংশগ্রহণ করেন। বৈঠকে বাংলাদেশ শিপিং কর্পোরেশন(বিএসসি) এর সার্বিক কার্যক্রম; বিএসসির সর্বশেষ বার্ষিক রিপোর্ট; বিএসসির উপর সিএজি কর্তৃক প্রণীত ও সংসদে পেশকৃত অডিট রিপোর্টের অনিষ্পন্ন অডিট আপত্তির বিষয়; বিগত পাঁচ বছরের স্থিতিপত্র, আয়-ব্যয় ও লাভ-লোকসান হিসাব এবং উক্ত হিসাবের বিষয়ে কোন বিশেষ প্রবণতা থাকলে সে বিষয়ে; সর্বশেষ হিসাব (আর্থিক ও কনফিডেনসিয়াল ম্যানেজমেন্ট) এবং মধ্যমেয়াদী বাজেট কাঠামোর আওতায় আগামী তিন (০৩) অর্থ বছরের গৃহিতব্য অনুমিত হিসাবের বিবরণী এবং এর সাথে বিগত ২০২২-২০২৩ অর্থবছরের অর্জনের তুলনামূলক চিত্রসহ অধিকতর দক্ষ ও লাভজনকভাবে বিএসসি পরিচালনার বিষয়ে গৃহীত কর্মপরিকল্পনা, কর্মদক্ষতা, উন্নয়ন ও মিতব্যয়িতা নিশ্চিতে করণীয় বিষয়সমূহ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি)কে আরও লাভজনক করার জন্য জাহাজের সংখ্যা পর্যায়ক্রমে বাড়িয়ে একটি মাস্টার প্লান তৈরি করে তা বাস্তবায়ন করার জন্য কমিটি কর্তৃক মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়। এছাড়া দক্ষ জনবল তৈরি করার জন্যও পরামর্শ প্রদান করা হয়। বৈঠকে বিএসসির উপর সিএজি কর্তৃক প্রণীত ও সংসদে পেশকৃত ১৮টি অডিট রিপোর্টের অনিষ্পন্ন অডিট আপত্তির বিষয়ে ফলপ্রসূ আলোচনা করে কয়েকটি অডিট আপত্তি নিষ্পত্তি করা হয় এবং অবশিষ্ট অডিট আপত্তিসমূহ দ্রুত সময়ের মধ্যে নিষ্পত্তি করার জন্য কমিটি কর্তৃক সংশ্লিষ্টদেরকে সুপারিশ করা হয়।
বৈঠকে বিএসসির বিগত পাঁচ স্থিতিপত্র, আয়-ব্যয় ও লাভ-লোকসান হিসাব, হিসাবের প্রবণতা এবং সর্বশেষ হিসাবের উপর সিএজি কার্যালয় নিকট হতে প্রেরিত মতামতের ভিত্তিতে প্রয়োজনীয় কার্যক্রম ও মতামত প্রদানের জন্য সংশ্লিষ্টদের সুপারিশ করে। এছাড়াও সরকারী প্রতিষ্ঠান কমিটির বিগত ১ম ও ২য় বৈঠকের সুপারিশসমূহের বাস্তবায়ন অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়। বৈঠকে নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের সচিব, বিভিন্ন সংস্থার প্রধান-গণসহ বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন।

[wps_visitor_counter]