মাছের উৎপাদন বৃদ্ধি-নিরাপদ উৎপাদন ও খামার যান্ত্রীকিকরণে চাঁপাইনবাবগঞ্জে কর্মশালা

প্রকাশিত : জুন ২৭, ২০২২ , ৮:৫৩ অপরাহ্ণ

মোঃ আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন:মাছের উৎপাদন বৃদ্ধি, নিরাপদ মাছ উৎপাদন এবং খামার যান্ত্রকীকরণে চ্যালেঞ্জ ও করনীয় শীর্ষক কর্মশালা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। সোমবার সকালে জেলা মৎস্য-কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথি ছিলেন মৎস্য দপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মোঃ সাহেদ আলী। কর্মশালায় আলোচক ছিলেন রাজশাহী জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের জেলা মৎস্য কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম ও এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় চাঁপাইনবাবগঞ্জের সিনিয়র লেকচারার ড. মোঃ সাহেদ আলী। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করে জেলা মৎস্য দপ্তরের তথ্য তুলে ধরেন জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান। জেলা মৎস্য দপ্তরের সিনিয়র সহকারী পরিচালক মোঃ আবুল কালাম আজাদের সঞ্চালনায় জেলা মৎস্য অফিসের সম্মেলন কক্ষে উপস্থিত ছিলেন নাচোলের মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা অন্তরা ইয়াসমীন, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ মাসুদ রানা, আস্থা ফিস ফিড এর স্বত্বাধিকারী মোঃ রাকিবুল ইসলাম বাবু, নিরাপদ পণ্য উদ্যোক্তা মোঃ মুনজের আলম, এ্যাকুয়া মেডিসিন বিক্রেতা মোঃ ফেরদৌস আহমেদসহ জেলার মাছ চাষী, ব্যবসায়ী, খামারীসহ উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তাগণ। কর্মশালায় ২০ জন অংশ নেয়। কর্মশালায় জেলায় মাছ নিরাপদ ও অধিক মাছ উৎপাদনে করনীয় বিষয়ে আলোকপাত করা হয়। চাঁপাইনবাবগঞ্জ জেলায় মাছ উৎপাদন হয় বছরে ২০ হাজার এক মে.টন, চাহিদা-২৪ হাজার ৮৭৬ মে. টন। জেলায় মাছের ঘাটতি ৪ হাজার ৮৭৫ মে.টন মাছ বলে জানিয়েছে জেলা মৎস্য দপ্তর।

[wps_visitor_counter]