ফজলী আমের জি.আই সনদ প্রাপ্তিসহ বিভিন্ন বিষয়ে চাঁপাইনবাবগঞ্জে মতবিনিময়

প্রকাশিত : জুলাই ২৬, ২০২২ , ৭:২৬ অপরাহ্ণ

মোঃ আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন:ফজলী আমের জি.আই সনদ প্রাপ্তি, আম সম্পদের উন্নয়ন ও সমস্যা সমাধানসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় সভা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খান। বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক দেবেন্দ্র নাথ উরাঁও, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আহমেদ মাহবুব উল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক শহীদুল হুদা অলক, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রঞ্জু, চাঁপাইনবাবগঞ্জ কৃষি এ্যাসোসিয়েশনের সভাপতি আবু বাক্কার সিদ্দিক, সাধারন সম্পাদক ও উদ্যোক্তা মুনজের আলম, গবেষক জাহাঙ্গীর আলম, এ্যাড. আবু হাসিব, আম চাষী আহসান হাবিবসহ অন্যরা। সভায় চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সভাপতি মো. এরফান আলীসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া-কর্মী, চাঁপাইনবাবগঞ্জ কৃষি এ্যাসোসিয়েশনের সদস্য-গণসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেয়। সভায় জেলা আম সম্পদকে রক্ষায় করনীয় বিষয়ে আলোচনা হয়।

[wps_visitor_counter]