ঝিনাইদহে তিন দিনব্যাপি কৃষি মেলার উদ্বোধন

প্রকাশিত : জানুয়ারি ৩০, ২০২৩ , ১০:২৩ অপরাহ্ণ

হেলালী ফেরদৌসী, নিজস্ব প্রতিনিধি, ঝিনাইদহ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ‘অর্থকরী ফসল চাষে, অর্থ পুষ্টি দুই-ই আসে’এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহত্তর কুষ্টিয়া ও যশোর অঞ্চল কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় সোমবার দুপুরে ঝিনাইদহে তিন দিনব্যাপি কৃষি মেলা ২০২৩ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ঝিনাইদহ সদর উপজেলা কৃষি স¤প্রসারণ অফিসের আয়োজনে এ উপলক্ষে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া জেরিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রশিদ এডভোকেট। বিশেষ অতিথি ছিলেন সহকারি কমিশনার ভূমি শারমিন আক্তার সুমি, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ রাসেদুজ্জামান রাসেল, উপজেলা কৃষি অফিসার জাহিদুল করিম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিউটন বাইন, অতিরিক্ত কৃষি অফিসার আব্দুলাহ আল নোমান। অনুষ্ঠান পরিচালনা করেন কৃষি সম্প্রসারণ অফিসার জুনাইদ হাবীব। এর আগে কৃষি মেলা উপলক্ষে বণাঢ্য র‌্যালী উপজেলা চত্বর হতে বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে অবস্থিত অডিটোরিয়ামে আলোচনা সভায় মিলিত হয়। র‍্যালী শেষে ফিতা কেটে তিন দিনব্যাপি কৃষি মেলার উদ্বোধন এবং আলোচনা শেষে স্টলগুলো পরিদর্শন করেন অতিথিবৃন্দ। মেলায় ১০ টি স্টল স্থান পায়।
কৃষি মেলা সম্পর্কে জানতে চাইলে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ জাহিদুল করিম বলেন, মেলায় ফলদ, ঔষধি, বনজসহ, ভাসমান বেডে সবজি চাষ ও মডেল ভিলেজসহ মোট ১০ টি স্টল শোভাবর্ধন করেছে। এছাড়া বিভিন্ন ধরনের বীজ ও সন্তান কৃষি সরঞ্জাম প্রদর্শিত হয়েছে।আগামী ০২ ফেব্রুয়ারি তিন দিনব্যাপি কৃষি মেলার সমাপনী অনুষ্ঠানের মধ্যদিয়ে কৃষি মেলার সমাপ্তি ঘটবে।

[wps_visitor_counter]