বীজের মূল্য আগাম নির্ধারণের দাবিতে ঝিনাইদহে প্রতিবাদ সভা

প্রকাশিত : মে ২৯, ২০২৩ , ১০:৪৮ অপরাহ্ণ

হেলালী ফেরদৌসী, নিজস্ব প্রতিনিধি, ঝিনাইদহ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: চলতি বছর বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) বীজ গম, ধান বীজ ক্রয়ের এর মূল্য কম নির্ধারণ করায় বাংলাদেশের চুক্তিবদ্ধ ধান, গম চাষিরা হতাশায় পড়েছেন এবং মূল্য বৃদ্ধির দাবিতে ও বীজের মূল্য আগাম নির্ধারনকরণ এর দাবিতে বিএডিসি চুক্তিবদ্ধ চাষি সমিতি বাংলাদেশ এর প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ মে) দুপুরে বিএডিসির সঙ্গে চুক্তিবদ্ধ চাষিরা ঝিনাইদহের ড্রিমভ্যালী জোহান পার্কে এ প্রতিবাদ সভা’র আয়োজন করেন। চাষিদের দাবি গত বছরের চেয়ে এবার বাজারে ধান,গমের দাম বেশি। তারপরও বিএডিসি এবার কম মূল্য নির্ধারণ করেছে। এতে চাষিরা লোকসানের মুখে পড়েছেন। বিএডিসি চুক্তিবদ্ধ চাষি সমিতি বাংলাদেশ তাই বিএডিসির বীজ উৎপাদিত চাষিরা বাধ্য হয়ে গম ক্রয়ে মূল্য বৃদ্ধির দাবিতে প্রতিবাদ সভা, স্মারকলিপি প্রদান এবং অন্যথায় বৃহৎ আন্দোলনে নামবেন বলে ঘোষণা দিয়েছেন। এরই অংশ হিসাবে বিএডিসি চুক্তিবদ্ধ চাষি সমিতি বাংলাদেশ এর ঝিনাইদহ জেলাতে এক প্রতিবাদ সভার আয়োজন করে। বিএডিসির চুক্তিবদ্ধ চাষি ফোরামের সভাপতি কুতুব উদ্দীন (কুতুব চেয়ারম্যান) এর সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, বিএডিসি চুক্তিবদ্ধ চাষি সমিতি বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ সালাউদ্দিন.সাধারণ সম্পাদক আঃ মান্নান,প্রধান উপদেষ্টা মোঃ এনামুল হক, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ হাবিবুর রহমান ও সহ-সভাপতি ইউসুফ আলী প্রমুখ। এছাড়াও প্রতিবাদ সভায় অংশ গ্রহণকারী প্রত্যেক জেলা থেকে আশা সভাপতি, সাধারণ সম্পাদক বক্তব্য রাখেন। প্রতিবাদ সভাতে বিভিন্ন জেলার চুক্তিবদ্ধ চাষিরা অংশ নেন। বিএডিসির চুক্তিবদ্ধ চাষি ফোরামের সভাপতি কুতুব উদ্দীন (কুতুব চেয়ারম্যান) বলেন, চাষিরা আজ হতাশ কারণ বিএডিসি বিগত বছরগুলোতে ধান,গম বীজের দাম ঠিক দিলেও এবার অন্যায়ভাবে কমিয়ে দিয়েছে। এতে চাষিরা আর্থিকভাবে ক্ষতির মুখে পড়েছেন। চুক্তিবদ্ধ চাষিরা যদি লোকসানে পড়েন তাহলে বীজ গম উৎপাদনে অনাগ্রহী হবে। তাই চাষিদের কথা চিন্তা করে কর্তৃপক্ষ পুনরায় মূল্য নির্ধারণ করবেন। বিএডিসি চুক্তিবদ্ধ চাষি সমিতি বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ সালাউদ্দিন বলেন, ভালো বীজ, ভালো ফল। নষ্ট বীজ, নষ্ট ফসল। ভাল বীজ উপহার দিয়েও আজকে আমরা অবহেলিত। সাধারণ ফসলের চেয়ে বীজ উৎপাদনে কয়েকগুণ বেশি পরিশ্রম করতে হয়। এমনিতেই খুব একটা লাভ হয়না। তার উপর এবার বাজারে সাধারণ ফসলের সমান দাম দেয়া হচ্ছে। এতে করে লসের উপর লস! আমরা তো আর খাওয়ার জন্য বীজ উৎপাদন করিনা। বিক্রি করে দু’পয়সা আয় করতে চাই। এভাবে লোকসান হলে বাঁচব কিভাবে? এ দাবিতে সোমবার ঝিনাইদহে প্রতিবাদ সভার আহবান করা হয়েছে। বিএডিসির বীজে বেশি টাকা খরচ করে কৃষক পাচ্ছেন কম টাকা। আগামীতে বীজের মূল্য আগাম নির্ধারনকরণ এর দাবিতে বিএডিসি চুক্তিবদ্ধ চাষি সমিতি বাংলাদেশ ঝিনাইদহের ন্যায় সারা দেশে আন্দোলন অব্যাহত রাখবে। বিএডিসি চুক্তিবদ্ধ চাষি সমিতির নেতৃবৃন্দ বলেন, কৃষকদের লোকসান হোক আমরা সেটা চাইনা, সরকারও চাইবে না। সরকার কৃষকদের স্বার্থে এ বিষয়ে পদক্ষেপ নেবেন বলে আশা করছি।

[wps_visitor_counter]