দেশের বিভিন্ন এলাকায় বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ

প্রকাশিত : জানুয়ারি ২৭, ২০২৪ , ৭:৩১ অপরাহ্ণ

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: কিশোরগঞ্জ, গোপালগঞ্জ, মৌলভীবাজার, যশোর, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা জেলাসহ রংপুর ও রাজশাহী বিভাগের ওপর দিয়ে শনিবার (২৭ জানুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ) মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা বিস্তার লাভ করতে পারে। এছাড়া, সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। শুক্রবার (২৬ জানুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিলো সীতাকুণ্ড ২৭ দশমিক ৮০ সে: এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়া ৭ দশমিক ২০ সে:। অন্যদিকে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌপরিবহন এবং সড়ক পরিবহন চলাচল ব্যাহত হতে পারে। তবে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত ও দেখাতে হবে না। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় প্রেরিত দুর্যোগ সংক্রান্ত দৈনিক প্রতিবেদনে আজ এ সকল তথ্য জানানো হয়।

[wps_visitor_counter]