পণ্য ফজলি আম উপাখ্যান গ্রন্থের মোড়ক উন্মোচন

প্রকাশিত : জানুয়ারি ২৯, ২০২৪ , ৮:৪৩ অপরাহ্ণ

আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন:বরেন্দ্র কৃষি চাঁপাইনবাবগঞ্জের উদ্যোগে ‘জিআইপণ্য ফজলি আম উপাখ্যান গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। সোমবার (২৯ জানুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ) বিকেলে নবাবগঞ্জ সরকারি কলেজ মিলনায়তনে এই অনুষ্ঠান হয়। চাঁপাইনবাবগঞ্জ কৃষি এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ মুনজের আলম মানিকের সঞ্চালনায় মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ রুহুল আমিন লেখক ও গবেষক মোঃ জাহাঙ্গীর সেলিম নবাবগঞ্জ সরকারী কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ আমিনুল ইসলাম বৃক্ষ প্রেমিক শ্রী কার্তিক প্রামানিক চাঁপাইনবাবগঞ্জ কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. পলাশ সরকার, চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুখলেশুর হর্টিকালচার সেন্টারের উপ-পরিচালক ড. বিমল কুমার প্রামানিক শামশুল হক টুকু চাঁপাইনবাবগঞ্জ কৃষি এ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ আবু বকর সিদ্দিক জেলা কালচারাল অফিসার ফারুকুর রহমান ফয়সাল। উপস্থিত ছিলেন ‘দৈনিক গৌড় বাংলা’র সম্পাদক মোঃ হাসিব হোসেন স্বাধীন সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক কবি এনামুল হক তুফান এ্যাড. আবু হাসিব নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাসিনুর রহমান চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আলমগীর কবির কামাল সাংবাদিক মোঃ আহসান হাবিব এ কে এস রোকনসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা চাঁপাইনবাবগঞ্জের আম-কাঁসা কালাই রুটি তাঁত শিল্প শিবগঞ্জের আদি চমচম মনাকষার দমমিশ্রী (প্যাড়া)সহ চাঁপাইনবাবগঞ্জের ঐহিত্যবাহী পণ্য নিয়ে আলোচনা করেন বক্তারা।

[wps_visitor_counter]