বিরামপুরে শব্দ-দূষণ নিয়ন্ত্রণে সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রকাশিত : জুন ৮, ২০২২ , ৬:২৫ অপরাহ্ণ

মোঃ জাহিনুর ইসলাম, বিরামপুর প্রতিনিধি, দিনাজপুর, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: দিনাজপুরের বিরামপুরে পরিবেশ দিবস-২০২২ উপলক্ষে আলোচনা সভা এবং ‘শব্দ-দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প’ এর আওতায় সরকারি পেশাজীবী, পরিবহণ চালক ও সাংবাদিকদের নিয়ে শব্দ-দূষন নিয়ন্ত্রণে সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ জুন) বিকেল সাড়ে ৩টায় উপজেলা পরিষদের অডিটোরিয়ামে প্রধান অতিথি হিসেবে আয়োজিত এ কর্মশালার উদ্বোধন করেন পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. হুমায়ুন কবীর। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পরিমল কুমার সরকারের সভাপতিত্বে, কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে দিনাজপুর জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী, এম আব্দুর রহিম মেডিকেল কলেজের অধ্যক্ষ মোমেনুল হক, পরিবেশ অধিদপ্তরের রংপুর বিভাগের পরিচালক সৈয়দ ফরহাদ হোসেন, জেলার অতিরিক্ত পুলিশ সুপার আসলাম উদ্দিন, উপজেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল আলম রাজু, পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী, সিনিয়র সহকারী পুলিশ সুপার এ,কে এম ওহিদুন্নবি, বিভিন্ন সরকারি দপ্তরের দপ্তর প্রধান, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

[wps_visitor_counter]