চুয়াডাঙ্গায় সুবিধাবঞ্চিত মহিলাদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশিত : জুন ৯, ২০২২ , ৩:২২ অপরাহ্ণ

সনজিত কর্মকার, চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন:পল্লী অঞ্চলের দরিদ্র অসহায় সুবিধাবঞ্চিত মহিলাদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় চুয়াডাঙ্গা সদর উপজেলা সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম ভূঁইয়া। অনুষ্ঠানে প্রধান অতিথি পল্লী উন্নয়ন ও সমবায় সচিব মশিউর রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে ইরেসপো প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, পল্লী অঞ্চলের দরিদ্র অসহায় সুবিধা বঞ্চিত বেকার মহিলাদের দারিদ্রতা হ্র্রাস এ প্রকল্পের অন্যতম লক্ষ্য। এছাড়াও কিশোরীদের সঞ্চয়ে উৎসাহিতকরণ, মহিলাদের আর্থসামাজিক উন্নয়ন ও ক্ষমতায়নের মাধ্যমে জীবনমান উন্নয়ন করতে হবে। দেশের ১৭ জেলার ৫৯ টি উপজেলার ৪৭২টি ইউনিয়নে এ কর্মসূচী বাস্তবায়িত হচ্ছে। এতে ১ লাখ ২৯ হাজার ৮শ জন মহিলা ও কিশোরী সুফল ভোগ করবে। এই প্রকল্পের আওতায় রয়েছে চুয়াডাঙ্গা সদর ও জীবননগর উপজেলা। চুয়াডাঙ্গা সদর উপজেলা পল্লী উন্নয়ন অফিসার এ কে এম আমিনুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস। কর্মশালায় সরকারি কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, সাংবাদিকসহ ৩০ জন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন।

[wps_visitor_counter]