নোয়াখালীতে সাড়ে ৫ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ ট্যাবলেট

প্রকাশিত : জুন ৯, ২০২২ , ৭:১১ অপরাহ্ণ

নোয়াখালী জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ১২ জুন থেকে ১৫ জুন পর্যন্ত জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইনে জেলা প্রথম শ্রেণীর দুইটি পৌরসভার, ৯টি উপজেলার ৯১টি ইউনিয়নের ৫ লাখ ৪৪ হাজার ৩০০ শিশুকে ভিটামিন এ ট্যাবলেট খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয়ের হল রুমে আয়োজিত প্রেস কনফারেন্সের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার। এ সময় ডা ইব্রাহিম খলিল, ডা: সোহরাব হোসেন, ডা: বাসুরী রায়সহ সিভিল সার্জন কার্যালয়ের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার জানান, এ কার্যক্রমে ২২৮৭টি কেন্দ্রের মাধ্যমে ৫৪৬২ জন মাঠকর্মী ও স্বেচ্ছাসেবক কাজ করবে।

[wps_visitor_counter]