ঝিনাইদহে বিএনপির বিক্ষোভ সমাবেশ

প্রকাশিত : জুন ১১, ২০২২ , ৬:৪০ অপরাহ্ণ

হেলালী ফেরদৌসি, ঝিনাইদহ জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ঝিনাইদহে গ্যাসসহ নিত্যপন্যের মূল্যে বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সদর উপজেলার নগরবাথান বাজারে জেলা বিএনপি আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপি নেতা আক্তারুজ্জামান। জনসভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সদর উপজেলা বিএনপির সভাপতি এড.মুন্সি কামাল আজাদ পাননু, সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন আলম, সাজেদুর রহমান পপপু, যুবদল নেতা মোঃ আশরাফুল ইসলাম পিন্টু, স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ সফিকুল ইসলাম, রেজাউল ইসলাম, শ্রমিকদল নেতা মোঃ আবুবকর, নুরুল ইসলাম, মহিলা দল-নেত্রী তহুরা বেগম, কামরুন্নাহার লিজি, মৎস্যজীবী দল নেতা মোহাম্মদ শাহনেওয়াজ সুমন, ছাত্রদল সভাপতি সৌমেনুজ্জামান সৌমেন, সাধারণ সম্পাদক মুসফিকুর রহমান মানিক, মোঃ ফারুক হোসেন, মনিরুল ইসলাম, তৈকির আহমেদ লিখন, বাদশা বুলবুল, আবু সালেক, মোঃ জামির হোসেন ঝন্টু, মোঃ আতিয়ার রহমান, আব্দুল আজিজ, আবু তাহের, মোঃ আবু দাউদ, আলমাস হোসেন, আব্দুল গফুর, মোঃ সোহেল, আবুল কাশেম, মোঃ নজরুল ইসলাম, মিজানুর রহমান, মোঃ জামিরুল ইসলাম, মোঃ মশিউর রহমান, মিছির আলী, মোঃ শহিদুল ইসলাম, আকতারুল ইসলাম ও মোঃ সোহেল রানা প্রমুখ। জেলা বিএনপির সভাপতি এড.এম এ মজিদ বলেন, দেশের মানুষ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে এখন চিড়ে চ্যাপ্টা। মধ্যবিত্তরা চার দেওয়ালের মাঝে ডুকরে ডুকরে কাঁদে। অথচ এই সরকার ক্ষমতায় আসার আগে বলেছিল, ১০ টাকা কেজির চাল ও ঘরে ঘরে চাকরী দিবে। সভায় অন্যান্য বক্তারা অভিযোগ করে বলেন,দেশে খুন, গুম, গণতন্ত্র হত্যা, মানবাধিকার হরণ ও লুটপাটের কারণে বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সরকারের এখন ভরসা জনগণ নয়, আজ্ঞাবহ প্রশাসন ও দলবাজ পুলিশ সরকারের খুঁটি হিসেবে পাশে দাড়িয়ে আছে। তাই শেষ পর্যন্ত টিকে থাকতে পুলিশ দিয়ে অত্যাচার শুরু করেছে। তারপরও সরকারের শেষ রক্ষা হবে না। দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে সরকার ব্যর্থ। তাদের কথা এখন কেউ শোনে না। সমাবেশে জেলার বিভিন্ন এলাকা থেকে শত শত মানুষ যোগদান করেন।

[wps_visitor_counter]