জুড়ীতে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশিত : জুন ১৫, ২০২২ , ৬:৫৭ অপরাহ্ণ

মশাহিদ আহমদ, মৌলভীবাজার জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন:মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত কর্মপরিকল্পনা (Comprehensive Action Plan) প্রণয়নের লক্ষ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় মৌলভীবাজার এর সহযোগিতায় জুড়ী উপজেলা প্রশাসন কর্তৃক কর্মশালার আয়োজন করা হয়েছে আজ ১৫ জুন। জুড়ী উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানা এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জুড়ী উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক। কর্মশালার মূল প্রবন্ধ উপস্থাপন করেন- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, মৌলভীবাজার উপ পরিচালক মোহাম্মদ হাবিব তৌহিদ ইমাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সহকারী কমিশনার (ভূমি) রতন অধিকারী, জুড়ী থানা অফিসার ইনচার্জ সঞ্জয় ভট্টাচার্য। উক্ত কর্মশালায় অংশগ্রহণ করেন- উপজেলা পর্যায়ে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ,বিভিন্ন মসজিদের ইমাম-গন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের (মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের) অধ্যক্ষ ও প্রধান শিক্ষকগণ, উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিভিন্ন ওয়ার্ডের মেম্বারগণ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বেসরকারি বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

[wps_visitor_counter]