চাঁপাইনবাবগঞ্জে শিশুবিবাহ প্রতিরোধে অর্থ বছরের বরাদ্দকৃত অর্থ বাস্তবায়নে পর্যালোচনা সভা

প্রকাশিত : জুন ২১, ২০২২ , ৮:১২ অপরাহ্ণ

মোঃ আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জের দুলর্ভপুর ইউনিয়ন পরিষদে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটি আয়োজনে এসিডির সহযোগিতায় ও ইউনিসেফ’র অর্থায়নে দুলর্ভপুর ইউনিয়ন পরিষদের ২০২২-২০২৩ অর্থ বছরের শিশুবিবাহ প্রতিরোধে বরাদ্দকৃত অর্থ বাস্তবায়নে পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার এসিডির উপজেলা কো-অর্ডিনেটর হুমায়ুন কবিরের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন এসিডি প্রোগ্রাম অফিসার এনামুল হক, দুলর্ভপুর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রাজিব সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ (অব:) এরফান আলী , শিবগঞ্জ মহিলা কলেজ এছাড়াও উপস্থিত ছিলেন আবু বকর ইউনিয়ন ভুমি উপ সহকারী কর্মকর্তা, দুলর্ভপুর ইউনিয়ন, রজিবুল হক, বীর মুক্তিযোদ্ধা, দুলর্ভপুর ইউনিয়ন, আব্দুল মালেক ,সচিব দুলর্ভপুর ইউনিয়ন, এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, কিশোর কিশোরী দলের সদস্য, গ্রাম পুলিশ ও স্থানীয় জনসাধারণ। প্রধান অতিথি বলেন সমাজের সবাইকে বাল্য বিবাহ প্রতিরোধে একসাথে কাজ করতে হবে। আমাদের ইউনিয়নে বাল্য বিবাহের খবর পাওয়া মাত্র সেই বিয়ে বন্ধ করতে হবে। বাল্যবিবাহ করার জন্য প্রতিটি পরিবারে অভিভাবকদের সচেতন হতে হবে। প্রয়োজনে হটলাইন নাম্বারগুলো ব্যবহার করতে হবে। তিনি আরো জানান, বাল্য বিবাহ প্রতিরোধে বরাদ্দকৃত অর্থ ব্যায় করবার সময় এসিডির কিশোর কিশোরী দলের সদস্যদের সম্পৃক্ত করার অনুরোধ জানান। চেয়ারম্যান আব্দুর রাজিব বলেন বাল্যবিবাহ বন্ধ করার জন্য আমরা সবাই এক সাথে কাজ করবো। আমার ইউনিয়নে বাল্যবিবাহ বন্ধ করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেছি যা আগামীতেও গ্রহন করবো। তিনি আরো জানান, বাল্য বিবাহ প্রতিরোধে বরাদ্দকৃত অর্থ বিভিন্ন সচেতনতামুলক কার্যক্রম বাস্তবায়ন করা হবে যেখানে কিশোর কিশোরী দলের সদস্যদের সম্পৃক্ত করা হবে।

 

[wps_visitor_counter]