প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ

প্রকাশিত : জুন ২৭, ২০২২ , ৭:৩০ অপরাহ্ণ

মোঃ আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন:বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন শীর্ষক প্রকল্পের অধীনে ৫ দিন সফট স্কিল প্রশিক্ষণ শেষে ১৫০ জন প্রশিক্ষণার্থীদের মাঝে আর্থিক অনুদানের চেক ও সনদ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে শহর সমাজসেবা কার্যালয়। জেলা শহরের পুরাতন স্টেডিয়ামে পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে জেলা প্রশাসন আয়োজিত তিন দিনের বর্ণিল অনুষ্ঠানের শেষ দিনের অনুষ্ঠানে সোমবার বিকালে আর্থিক অনুদানের চেক ও সনদ বিতরণ অনুষ্ঠানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দেবেন্দ্রনাথ উরাঁও এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় বক্তব্য দেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য মোঃ আব্দুল ওদুদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, শহর সমাজসেবা কর্মকর্তা মোহাঃ ইমতিয়াজ কবীর। অনুষ্ঠানে কামার, কুমার, জুতা মেরামত/প্রস্তুতকারী, নাপিত, কাঁসা-পিতল পণ্য প্রস্তুতকারী বিভিন্ন পেশার ১৫০ জন প্রশিক্ষণার্থীদের প্রত্যেককে ১৮ হাজার টাকা করে মোট ২৭ লক্ষ টাকা ও সনদ তুলে দেয়া হয়।

[wps_visitor_counter]