কলেজ শিক্ষককে হত্যা ও লাঞ্ছনার ঘটনায় শাস্তির দাবীতে মানববন্ধন

প্রকাশিত : জুলাই ৪, ২০২২ , ৬:৪১ অপরাহ্ণ

মোঃ আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন:চাঁপাইনবাবগঞ্জে মির্জাপুর ইউনাইটেড কলেজের অধ্যক্ষকে লাঞ্ছিত ও হাজী ইউনুস আলী স্কুল এন্ড কলেজের শিক্ষককে হত্যার ঘটনায় তীব্র নিন্দা, প্রতিবাদ ও শাস্তির দাবি জানিয়েছে শিক্ষক সমাজের নেতৃবৃন্দ। সুষ্ঠু তদন্তের মাধ্যমে এইসব ঘটনার সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িতদের সর্বোচ্চ শাস্তি প্রদানের দাবীতে সোমবার সকাল সাড়ে ১০ টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের বঙ্গবন্ধু মুক্ত মঞ্চের সামনে জেলা কলেজ শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির ব্যানারে মানববন্ধন কর্মসূচী পালন করে। পৌনে ১ ঘন্টা ব্যাপী চলা এ মানববন্ধনে বক্তারা বলেন, শিক্ষক হলো দেশের মানব সম্পদ। যাদের অক্লান্ত পরিশ্রমের ফলে একটি দেশে সুদক্ষ মানবসম্পদ তৈরি করতে অগ্রণী ভূমিকা পালন করেন। যদি এমন শিক্ষকদের হত্যা ও লাঞ্ছিত হতে হয়, তাহলে মানবসম্পদ গঠনে কতটুকু প্রভাব ফেলবে তা সকলেই জানে। উৎপল কুমার সরকারকে নৃশংসভাবে হত্যা এবং কলেজ অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে লাঞ্ছিত করার ঘটনা চরম অপমানজনক ও লজ্জাকর। প্রতিনিয়ত শিক্ষক সমাজের সাথে সংগঠিত এমন ঘটনা সমগ্র জাতির জন্য উদ্বেগজনক। শিক্ষক হত্যা ও নির্যাতনকারীদের দ্রুত আইনের আওতায় এনে অনতিবিলম্বে সরকারের পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তোলা না গেলে জাতিকে এর জন্য চরম মূল্য দিতে হবে। এ মানববন্ধনে বক্তব্য দেন, সংগঠনটির সভাপতি মোঃ োর রহমান, সাধারণ সম্পাদক অধ্যক্ষ আতিকুল ইসলাম, অধ্যক্ষ আব্দুল জলিল, শিক্ষক হাফিজুল ইসলাম, শিক্ষক ওয়ালিউল ইসলাম, প্রভাষক দিলশাদ তহমিনা প্রমুখ।

[wps_visitor_counter]