পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শিবগঞ্জে ভিজিএফ খাদ্যশস্য পাচ্ছে ৭৪ হাজার ৩০ পরিবার

প্রকাশিত : জুলাই ৮, ২০২২ , ১১:০৮ অপরাহ্ণ

মোঃ আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন:পবিত্র ঈদুল আযহা উদযাপন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ১৫টি ইউনিয়নে ভিজিএফ খাদ্যশস্য পাচ্ছে ৭৪ হাজার ৩০টি অসহায়-দুস্থ পরিবার। শুক্রবার বিকেলে এ তথ্য জানান উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম। এর আগে ঘোড়াপাখিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে হত-দরিদ্রদের মাঝে এই ভিজিএফের চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উপ-পরিচালক (প্রশাসন-১) আমিনুল হক। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম জানান, পবিত্র ঈদুল আযহা উদযাপন ২০২২ উপলক্ষে বরাদ্দকৃত ৭৪ হাজার ৩০টি কার্ড ইউনিয়ন ভিত্তিক জনসংখ্যা হারে বিভাজন করে তালিকা দাখিলের জন্য ইউপি চেয়ারম্যানদেরকে পত্র প্রদান করা হয়। এরই প্রেক্ষিতে ১৫টি ইউনিয়ন পরিষদ হতে তালিকা হাতে পাওয়ার পর সভায় অনুমোদনের প্রস্তাব করেন। ইতোমধ্যে ১৫টি ইউনিয়নে পুরো-দমে শুরু হয়েছে ভিজিএফের চাল বিতরণ। এর মধ্যে শাহাবাজপুর ইউনিয়নে ৭ হাজার ২৭৫ পরিবার, দাইপুখুরিয়ায় ৫ হাজার ৪৬৫, মোবারকপুরে ৪ হাজার ১৪৫, চককীর্তিতে ৫ হাজার ৬০, কানসাটে ৫ হাজার ৪৭০, শ্যামপুরে ৫ হাজার ৫৮০, বিনোদপুরে ৫ হাজার ৬৭৫, মনাকষায় ৭ হাজার ২৭০, দূলর্ভপুরে ৭ হাজার ৫৭০, উজিরপুরে ১ হাজার ৩১৫, পাঁকায় ২ হাজার ৯৮০, ঘোড়াপাখিয়ায় ২ হাজার ৩১০, ধাইনগরে ৫ হাজার ৩৬০, নয়ালাভাঙায় ৫ হাজার ৭৭৫ ও ছত্রাজিতপুরে ২ হাজার ৭৯০ পরিবার পাচ্ছে ভিজিএফের বিশেষ এই খাদ্যশস্য। তিনি আরও জানান, ভিজিএফ বরাদ্দের ক্ষেত্রে দুস্থ, অতি-দরিদ্র ব্যক্তি বা পরিবারকে এ সহায়তা প্রদান করতে হবে। ভিজিএফ কার্ড-প্রতি মিলবে ১০ কেজি চাল। সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুস্থ ও অতি-দরিদ্র পরিবারকে অগ্রাধিকার দিতে বলা হয়েছে।

[wps_visitor_counter]