চাঁপাইনবাবগঞ্জে সনাকের উদ্যোগে প্যাকটা প্রকল্পের অবহিতকরণ সভা

প্রকাশিত : জুলাই ২৬, ২০২২ , ৭:২৩ অপরাহ্ণ

মোঃ আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন:ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র আওতাধীন সচেতন নাগরিক কমিটি (সনাক) চাঁপাইনবাবগঞ্জ শাখার উদ্যোগে পার্টিসিপেটরী অ্যাকশন অ্যাগেইনেস্ট করাপসন-টু-ওয়ার্ডস ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টে-বিলিটি (প্যাকটা) প্রকল্প বিষয়ে অবহিতকরণ সভা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খান। সভাপতিত্ব করেন সচেতন নাগরিক কমিটি (সনাক) চাঁপাইনবাবগঞ্জ শাখার সভাপতি সেলিনা বেগম। স্বাগত বক্তব্য রাখেন সনাক সদস্য এ্যাড. সাইফুল ইসলাম রেজা। বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আহমেদ মাহবুব উল ইসলাম, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাঃ আব্দুর রশিদ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আমিরুল ইসলামসহ অন্যরা। প্যাকটা প্রকল্প বিষয়ে ধারণা প্রদান করেন রংপুর ক্লাস্টারের ক্লাস্টার কো-অর্ডিনেটর-সিই কমল কৃষ্ণ সাহা। সভায় শিক্ষক, সাংবাদিক, সনাক সদস্যরা উপস্থিত ছিলেন।

[wps_visitor_counter]