চাঁপাইনবাবগঞ্জে শিশু সুরক্ষায় আলোচনা সভা

প্রকাশিত : আগস্ট ১, ২০২২ , ৬:৪৮ অপরাহ্ণ

মোঃ আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে সমাজকর্ম বিষয়ক প্রচারণা জোরদার করার লক্ষে ও কর্মক্ষেত্রে সমাজকর্ম পেশার গুরুত্ব সম্পর্কে ধারণা বৃদ্ধির জন্য আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সোয়া ১০টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সমাজকর্ম ও শিশু সুরক্ষায় সমাজকর্মীদের গুরুত্ব শীর্ষক আলোচনা সভা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দেবেন্দ্রনাথ উরাওঁ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ রুহুল আমিন, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুস সামাদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা মহিলা অধিদপ্তরের উপ-পরিচালক মোসাঃ সাহিদা আকতার, জেলা শিশু বিষয়ক (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম, ব্র্যাক জেলা সমন্বয়কারী মোমেনা খাতুন, স্বেচ্ছাসেবী সংগঠন এ্যাঞ্জেল গার্ডেনের নির্বাহী পরিচালক আমিনুল ইসলাম, সাংবাদিক কামাল সুকরানা, আজিজুর রহমান শিশির প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন জেলা সমাজসেবা দপ্তরের উপ-পরিচালক উম্মে কুলসুম।

[wps_visitor_counter]