চাঁপাইনবাবগঞ্জে শেখ কামালের জন্মবার্ষিকী পালিত

প্রকাশিত : আগস্ট ৫, ২০২২ , ৬:০৮ অপরাহ্ণ

মোঃ আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: চাঁপাইনবাবগঞ্জে নানান কর্মসূচির মধ্যদিয়ে বঙ্গবন্ধুর জ্যৈষ্ঠ পুত্র ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামাল এঁর ৭৩ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকাল ১০টায় বঙ্গবন্ধু মঞ্চে শেখ কামালের প্রতিকৃতিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে পুলিশ সুপার, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, যুব উন্নয়ন অধিদপ্তর, জেলা কারাগার, জেলা মৎস্য দপ্তর, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইন্সটিটিউট, জেলা প্রাণী সম্পদ দপ্তর, উপজেলা প্রশাসন, জেলা শিল্পকলা একাডেমি, বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর কলেজ, সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডাঃ সামিল উদ্দিন আহমেদ শিমুল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিব, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শংকর কুমার কুন্ডু, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মনোয়ারা বেগম, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ রুহুল আমিন, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুস সামাদ প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আহমেদ মাহবুব-উল ইসলাম। অপরদিকে, জেলা স্বেচ্ছাসেবক-লীগের উদ্যোগে দুপুর পৌনে ১২টায় নবাবগঞ্জ সরকারি কলেজের শহিদ মুনিমুল হক ভবনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনটির সভাপতি মোহাঃ আব্দুল আওয়াল গনি জোহার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এইচ এম ফায়জার রহমান কনকের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোঃ শরিফুল ইসলাম, জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক সান্তনা হক শান্তা, সাবেক ছাত্রনেতা আবু সুফিয়ান, সাবেক ছাত্রনেতা গোলাম শাহনেওয়াজ অপু প্রমুখ। পরে, তার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

[wps_visitor_counter]