বালু উত্তোলন ও সরকারী খাস জমি দখলের প্রতিবাদে নোয়াখালীতে বিক্ষোভ মিছিল

প্রকাশিত : আগস্ট ২৮, ২০২২ , ৮:২৮ অপরাহ্ণ

ইয়াকুব নবী ইমন, নোয়াখালী জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: প্রধানমন্ত্রীর কার্যালয়ের নাম ভাঙ্গিয়ে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব আলীর যোগসাজসে ছোট ফেনী নদী থেকে অবৈধ বালু উত্তোলন ও সরকারী ৬০০ একর খাস জমি দখলের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন করেছে এলাকাবাসী। শনিবার স্থানীয় চৌধুরী বাজারে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলনে মুছাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম শাহীন বলেন, নদী থেকে অবৈধ বালু উত্তোলনের ফলে মুছাপুর ক্লোজার সড়কসহ বহু মানুষের বাড়িঘর ভেঙ্গে পড়েছে এবং জীব বৈচিত্র্য হুমকির মুখে রয়েছে। এর প্রতিবাদ করলে স্থানীয়দের নানা ভাবে হুমকি ও মারধর করারও অভিযোগ রয়েছে। এ সময় সাবেক চেয়ারম্যান মাহফুজুর রহমান, স্থানীয় আওয়ামীলীগ নেতা হুদন চৌধুরী, আবু বকর সিদ্দিক সেলিমসহ এলাকার শত শত মানুষ উপস্থিত ছিলেন। তবে এ বিষয়টি অস্বীকার করে মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব আলী বলেন, এটা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। আমি কোন অনৈতিক কাজের সাথে জড়িত নাই।

[wps_visitor_counter]