নোয়াখালী জেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীদের স্মারকলিপি পেশ

প্রকাশিত : সেপ্টেম্বর ১৫, ২০২২ , ৮:৩৪ অপরাহ্ণ

ইয়াকুব নবী ইমন, নোয়াখালী জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: টানা ৪ দিন অর্ধদিবস করে কর্মবিরতি শেষে পাঁচ দফা বাস্তবায়নের দাবীতে নোয়াখালী থেকে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি পেশ করেছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের নোয়াখালী জেলার কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের মাধ্যমে এই স্মারকলিপি পেশ করা হয়। এ সময় জেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা(ডিআরআরও) জাহিদ হাসান খান, বেগমগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(পিআইও) আহমেদ উল্যাহ সবুজসহ বিভিন্ন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, অফিসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতাধীন সংযুক্ত কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের ব্যানারে আয়োজিত কর্ম বিরতিতে-তে দুর্যোগ ব্যবস্থাপনা আইন-২০১২ এর আলোকে প্রস্তাবিত জনবল কাঠামো ও নিয়োগ বিধি বাস্তবায়ন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা(ডিআরআরও) পদ আপগ্রেডেশন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(পিআইও) পদ আপগ্রেডেশন, সচিবালয়ের ন্যায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মচারীদের পদনাম পরিবর্তন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সকল শুন্যপদ পদোন্নতি/চলতি দায়িত্ব/নিয়োগের মাধ্যমে পূরণের দাবীতে গত ১২ সেপ্টেম্বর(সোমবার) সকাল ৮ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত অর্ধদিবস করে কর্মবিরতি পালন করা হয়। নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান জানান, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের দাবীগুলো আমরা শুনেছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।

[wps_visitor_counter]