বিরামপুরে বিদ্যুৎ পিষ্ট হয়ে কৃষকের মৃত্যু

প্রকাশিত : সেপ্টেম্বর ১৬, ২০২২ , ১১:৪৬ অপরাহ্ণ

জাহিনুর ইসলাম, বিরামপুর প্রতিনিধি, দিনাজপুর, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: বিরামপুরে বিদ্যুৎ পিষ্ট হয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত কৃষক উপজেলার জোতবাণী ইউনিয়নের তকিপুর টেগরা মৌজার রূপচন্দ্রপুর গ্রামের সবদার আলীর পুত্র মিলন হোসেন (৪০)। শুক্রবার বিকালে নিজ বাড়ির পাশে গাছের ডাল কাটার সময় বিদ্যুৎ পিষ্ট হয়ে তিনি গুরুতর আহত হন। প্রতিবেশীরা আশংকাজনক অবস্থায় মিলন হোসেনকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পর চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়, বিষয়টি নিশ্চিত করেছেন বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের দায়িত্বরত ডা: শাহরিয়ার পারভেজ। এ ব্যাপারে বিরামপুর থানার ওসি সুমন কুমার মোহন্ত জানান, অভিযোগ না থাকায় প্রাথমিক সুরাতহাল রিপোর্টের পর কৃষক মিলন হোসেনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

Our Visitor

0 0 0 1 2 2
Total views : 278