নওগাঁর পত্নীতলায় বিশ্ব দৃষ্টি দিবস পালিত

প্রকাশিত : অক্টোবর ১৩, ২০২২ , ৮:৩৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি, নওগাঁ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন:পত্নীতলায় ইস্পাহানী ইসলামিয়া আই ইন্সটিটিউট এন্ড হসপিটাল নওগাঁর আয়োজনে ও স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় পত্নীতলার সহযোগিতায় বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার“আপনার চোখকে ভালো রাখুন” এই শ্লোগানকে সামনে রেখে র্যালী শেষে উপজেলা নির্বাহী অফিসার মোছা: রুমানা আফরোজ সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ খালিদ সাইফুল্লাহ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল অফিসার ডাঃ মাকসুদ ইসলাম সিয়াম, পত্নীতলা প্রেসক্লাব ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরী, ইস্পাহানী ইসলামিয়া আই ইন্সটিটিউট এন্ড হসপিটাল নওগাঁর জুনি: অপ্টেমিস্ট্রিস ডাঃ স্বরূপ মন্ডল, ইস্পাহানী ইসলামিয়া আই ইন্সটিটিউট এন্ড হসপিটাল নওগাঁর সি.অরগানাইজার জাহাঙ্গির আলম, পত্নীতলা উপজেলা জাতীয় পার্টি সাঃসম্পাদক আজগর আলী, ইস্পাহানী ইসলামিয়া আই ইন্সটিটিউট এন্ড হসপিটাল নওগাঁর কমিউনিটি মবিলাইজার জাহিদ আলম, প্রশান্ত কুমার, মামুনুর রেজা, আবু তালেব, সাংবাদিকবৃন্দ, সূধীজন প্রমুখ। উল্লেখ্য দৃষ্টি সম্পর্কে সচেতনতার জন্য প্রতি বছর অক্টোবর মাসের দ্বিতীয় বৃহস্পতিবার পালিত হয় বিশ্ব দৃষ্টি দিবস। এরই ধারাবাহিকতায় বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।

[wps_visitor_counter]