সীমান্তে তিন শতাধিক রোগীকে চিকিৎসা এবং ওষুধ দিয়েছে বিজিবি

প্রকাশিত : অক্টোবর ১৬, ২০২২ , ৯:৩৯ অপরাহ্ণ

মোঃ আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: চাঁপাইনবাবগঞ্জে ভারতীয় সীমান্তবর্তী এলাকার তিন শতাধিক রোগীকে চিকিৎসাসেবা দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। শনিবার (১৫ অক্টোবর) সন্ধ্যা ৭টা পর্যন্ত চলা মেডিকেল ক্যাম্পেইনে ৩২০ জন রোগীর চিকিৎসা করা হয়। শিবগঞ্জ উপজেলার কিরণগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সীমান্তবর্তী মানুষের মাঝে বিভিন্ন রোগের চিকিৎসা ও ওষুধ বিতরণ হয়। গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করে ৫৯ বিজিবি (রহনপুর) ব্যাটলিয়ন। বিজিবি জানায়, বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির ৫৯ রহনপুর ব্যাটালিয়নের মেডিকেল অফিসার ডা. ফুয়াদ কবির রোগীদের চিকিৎসা প্রদান করেন। এতে ডা. ফুয়াদ কবিরকে সহায়তা করেন তিনজন মেডিকেল সহকারী। সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি অধিনায়ক আরও জানান, ৫৯ বিজিবি ব্যাটালিয়নের কিরণগঞ্জ বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার কিরণগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সীমান্তবর্তী জনসাধারণের স্বাস্থ্য সেবায় মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হয়। এসময় বিভিন্ন রোগের চিকিৎসা সেবা প্রদান ও প্রয়োজনীয় ঔষধ সরবরাহ করা হয়। ক্যাম্পেইনের সেবা নিয়ে সীমান্তবর্তী স্থানীয় জনসাধারণ বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ৫৯ বিজিবি (রহনপুর) ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আমীর হোসেন মোল্লা জানান, করোনা পরিস্থিতিতে ভারতীয় চোরাকারবারিরা যাতে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে না পারে সেই লক্ষ্যে সীমান্তে টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে। এছাড়াও সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, মাদকদ্রব্য অস্ত্র পাচার রোধে বিশেষ অভিযান চলমান রয়েছে।

[wps_visitor_counter]