চাঁপাইনবাবগঞ্জে অভিভাবক সমাবেশ ও উঠান বৈঠক অনুষ্ঠিত

প্রকাশিত : অক্টোবর ২২, ২০২২ , ৭:৫৫ অপরাহ্ণ

মোঃ আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: চাঁপাইনবাবগঞ্জে উপানুষ্ঠানিক প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম এর আওতায় শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি শিশুদের স্কুল-মুখী করার লক্ষ্যে অভিভাবক সমাবেশ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। শনিবার বিকাল সাড়ে ৩ টায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আতাহাওে চেতনা মানবিক উন্নয়ন সংস্থার বাস্তবায়নে উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্য এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ফেরদৌসী ইসলাম জেসি। সদর উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মোঃ শরিফুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের বক্তব্য দেন, কৃষিবিদ ড. সাইফুল ইসলাম, ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, যুগ্ম সম্পাদক মোঃ মাসুদ পারভেজ, সাংগঠনিক সম্পাদক সোহেল খাঁন, অব: শিক্ষক তাজ মোহাম্মদ, চেতনা মানবিক উন্নয়ন সংস্থার উপজেলা প্রোগ্রাম সুপার ভাইজার মোঃ জসিম উদ্দিন প্রমুখ। শেষে শিক্ষার্থীদের অভিভাবকদের মাঝে শাড়ি ও লুঙ্গি উপহার দেয়া হয়। অপরদিকে, জামতলা এলাকায় একই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

[wps_visitor_counter]