চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত থেকে ফেনসিডিলসহ ট্রাক জব্দ

প্রকাশিত : নভেম্বর ৩, ২০২২ , ৮:৪৩ অপরাহ্ণ

মোঃ আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়ন ধোবরা বাজার এলাকা থেকে মালিকবিহীন ভারতীয় ১০৪ বোতল ফেনসিডিল আটক করে (৫৯বিজিবি) এর টহল দল। ৫৯বিজিবি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, নিজস্ব তথ্যের ভিত্তিতে ৩ নভেম্বর ২০২২ তারিখ রাত ৪ টার সময় চকপাড়া বিওপির হাবিলদার মোঃ জিয়াউর রহমান এর নেতৃত্বে টহল দল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার ১৮৪ নং মেইন সীমান্তে পিলার থেকে আনুমানিক ৪ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ধোবরা বাজার নামক স্থানে অভিযান চালিয়ে মালিকবিহীন ভারতীয় ১০৪ বোতল ফেনসিডিল এবং ১টি মিনি ট্রাক (টাটা) জব্দ করতে সক্ষম হয়। আটককৃত ফেনসিডিল এবং মিনি ট্রাক এর দাম প্রায় ১২ লাখ টাকা। আটককৃত ফেনসিডিল এবং মিনি ট্রাক এর ব্যাপারে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ প্রক্রিয়াধীন। এ বিষয়ে রহনপুর ব্যাটালিয়ন (৫৯বিজিবি) এর অধিনায়ক লে: কর্নেল মোঃ আমীর হোসেন মোল্লা, পিএসসি বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেছেন, ভারতীয় চোরাকারবারিরা যাতে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে না পারে সেই লক্ষে সীমান্তে টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং ব্যাটালিয়ন সদর দপ্তর হতে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।

[wps_visitor_counter]