ময়মনসিংহে হেডফোন লাগিয়ে মোটরসাইকেল চালানোর সময় ট্রেনের ধাক্কায় ব্যক্তি নিহত

প্রকাশিত : নভেম্বর ৬, ২০২২ , ২:৫৭ অপরাহ্ণ

ময়মনসিংহ ব্যুরো, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ময়মনসিংহে হেডফোন লাগিয়ে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার পথে ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির নাম গোলাম মওলা সুমন (৪৪)। নগরীর শ্যামাচরণ রায় রোড এলাকার শহিদুল ইসলামের ছেলে। শনিবার (০৫ নভেম্বর) রাত পৌনে ১১ টার দিকে ময়মনসিংহ নগরীর কেওয়াটখালী ওয়াপদা মোড় রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত গোলাম মওলা সুমন একটি রেস্টুরেন্টের মালিক এবং বিকাশের ময়মনসিংহ জোনের ম্যানেজার ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, কানে হেডফোন লাগিয়ে গোলাম মওলা সুমন মোটরসাইকেল চালাচ্ছিলেন। রেলক্রসিং পার হতে চাইলে আশেপাশের লোকজন ‘ট্রেন আসছে’ বলে তাকে থামতে বলেন। ডাকাডাকি শুনতে পেয়ে সুমন রেললাইনের কাছে মোটরসাইকেল থামিয়ে পেছনে তাকান৷ এ সময় একটি ট্রেন এসে তার মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ছিটকে পড়েন তিনি। পরে স্থানীয়রা উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মহিউদ্দিন বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় সুমন মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ নেওয়ার আবেদন করা হলে মরদেহ হস্তান্তর করা হয়েছে বলে ওসি জানিয়েছেন।

[wps_visitor_counter]