শিবগঞ্জে শিশু কল্যাণ বোর্ড সভা অনুষ্ঠিত

প্রকাশিত : ডিসেম্বর ১১, ২০২২ , ৮:২৬ অপরাহ্ণ

আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: চাইল্ড সেনসিটিভ সোশ্যাল প্রটেকশন ইন বাংলাদেশ-সিএসপিবি প্রকল্প ফেইজ-২ এর আওতায় শিবগঞ্জে উপজেলা শিশু কল্যাণ বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ও ইউনিসেফের সহযোগিতায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াতের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রহিমা রওনাক, উপজেলা শিক্ষা কর্মকর্তা পরিমল কুমার ঘোষ ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বজলুর রশিদ সনুসহ অন্যরা। এতে আরও উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সহকারী সাংগঠনিক কমান্ডার তরিকুল আলম, শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের কেইস ম্যানেজার ফারুক হোসেন ও শিশু সুরক্ষা সমাজকর্মী সেনারুল ইসলামসহ সংশ্লিষ্টরা। সভায় সকল শিশুদের বাল্যবিবাহ, শিশু নির্যাতন ও শিশু পাচার বন্ধের জন্য আইনি সহায়তা বিষয়ে আলোকপাত করা হয়।

[wps_visitor_counter]